পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৃ” ৪৩] ভাষা-টীকা 8ፃ ó ২। ভজিঅ1–অনুনয় করিয়া। আসিব-আসিবে। সাজিঅ' —যুদ্ধসাজে সাজিয়া, সশস্ত্র হইয়া । শুণীএ—শুনে, শ্রবণ করে। করের্তে—'কর’ শব্দে দুইবার বিভক্তি-চিহ্ন বসিয়াছে। শুণীএ যবে সে ইত্যাদি—যদি সে মহাবীর আয়ান এ কথা শুনে, তাহা হইলে তোমায় হাতে করিয়া চিরিয়া ফেলিবে । ১। বরহ-প্রা”। বার, দ্বাদশ। বরিষেকের—বর্ষের। আল —চৰ্য্যাপদে ‘আলো’ । পরমান—প্রমাণ । ২। আগগোলসি—অবরোধ করিতেছ। বিতপনী—প্রাচীন অসমীয়াতে শব্দটির প্রয়োগ অপেক্ষাকৃত ן ס\ অধিক । মাধবদেবকৃত আদিকাণ্ডে,— সৰ্ব্বাঙ্গসুন্দরী কন্যা আতি বিতোপনী ॥ মাধবকনালিকৃত কিষ্কিন্ধ্যাকাণ্ডে,— রূপে গুণে বিতোপনী সংসারত সারা ॥ সুন্দরাকাণ্ডে,— তিনিয়ো ভুবনে আমি নৈয়ে দেখো তোর ঠান বিতোপনী ॥ যে বিশেষরূপে তৃপ্তিদান করে, সে বিতপন (বিতোপন); স্ত্রীলিঙ্গে বিতপনী’ । উত্তম, রমণীয়া। ফরিদপুরের গ্রাম্য ভাষায় চতুরা অর্থে ‘বিতপদ্যা’ শব্দ প্রচলিত। পাট-পট্টবস্ত্র, রেশমী কাপড়। আলক তিলক— অলকাতিলক, কুস্কুমাদি দ্বারা রচিত তিলপুষ্পাকৃতি চিত্র-ভেদ । শোভএ— শোভা পাইতেছে । আতি বিতপনী রাধা ইত্যাদি—রাধ, তুমি অত্যন্ত মনোহারিণী, তোমার পরিধানে পট্টবস্ত্র, কপাল অলকা তিলকায় শোভা পাইতেছে। ஆக