8ግ8 শ্ৰীকৃষ্ণকীৰ্ত্তন [ দানখণ্ড ৪। বড়ার—বড়র, সন্ত্রান্ত ব্যক্তির। বহুআরী—কৃত্তিবাসী অযোধ্যাকাণ্ডে,— রাজার বিআরী তুমি রাজার বহুআরী । প্রাচীন সাহিত্যে ‘বোহারী’, ‘বহারী’, ‘বোঁয়ারী প্রভৃতি। বন্ধু। সভাএ-স্বভাব। কার—প্রা” “কিং’ ( কিম্) শব্দের ষষ্ঠীর বহুবচনে ‘কাণং’, ‘কাণ ; এই কাণ হইতে ‘কার এবং স্বরের বল-বুদ্ধি হেতু কাঙ্গণ তথা কাহার। দেও —দিই। কার কাচ আলিতে ইত্যাদি—কা’র লেঠায় থাকি না । ৫ । বরিঘের-বর্ষের। মোহোর--মোর শব্দের টীকা দ্রষ্টব্য (श्रृं' 8७२) । অাণি—আনিয়া | বিধী—বিধাতা i —,পাতর-প্রান্তর। একসরী—বিদ্যাপতিতে | טא সঙ্গক সখি আগু আইলি হে হুম একসরি নারী । পুনশ্চ — একসরি ঠাড়ি কদম তর রে পথ হেরথি মুরারী। একেশ্বরী, একাকিনী । নিমাথিতী—মাধব কনালিকৃত কিষ্কিন্ধ্যাকাণ্ডে,— হা বাপ কি করি করিলা নিমাথিতি । মহা শান্তী মাৱ মোর ভৈলা অনাথিতি ॥ শঙ্করদেবকৃত উত্তরাকাণ্ডে,— মরি যাওঁ মই নিমাখিতী বনমাজ ॥ ‘খ’র থকারে পরিণতি লিপিকরপ্রমাদ হইতে পারে । অসমীয়া 'নিমাখিতী’ শব্দের মৌলিক অর্থ মাংসহানা ; দুঃখিনী। অথবা 'নিমাগিতা’ অর্থে নি (নাই), মাথ ( রক্ষক ) ষার, এমন স্ত্রীলোকও হইতে পারে। সহায়হীন । রাখোআল কাহাঞি তোর ইত্যাদি—কানাই, তুমি বৎসপাল এবং তোমার বুদ্ধি ক্ষুদ্র ; আমায় প্রান্তরমধ্যে একাকিনী ও একান্ত অসঙ্গয়া পাইয়া এইরূপ কুব্যবহার করিতেছ।
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।