পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৭৬ শ্ৰীকৃষ্ণকীর্তন [ দানখণ্ড চৈ” ভাগবতাদিতে “পাঙ’ । পাই । সুধী—বিদ্যাপতিতে, - অবসর অবশ হমর সুধি লেব। মাধবকন্দলিকৃত অযোধ্যাকাণ্ডে,— সুধি আসি আমাত কহিয়ে ঝাণ্ট করি ॥ লঙ্কাকাণ্ডে,— ই সব কাৰ্য্যক প্ৰভু বোলা কিবা সুধি ॥ সন্ধি, সন্ধান। টেটনী-বিজয় গুপ্তের পদ্মাপুরাণে,— খাইতে নাহিক ভাত পরিতে বসন । যেই দেখে সেই বলে দূরে যা টেটন । পুরুষোত্তমকৃত দীপিকাচ্ছন্দে,— টেটন নৃপতি সব হৈবেক কুদাতা । শঙ্করদেবকৃত উত্তরাকাণ্ডে,— অকস্মিতে তেজে যেন ভাৰ্য্যাক তেণ্টনে ॥ ব্ৰহ্মপুত্রের উপত্যক প্রদেশে চতুর অর্থে ‘টেটোন’ শব্দ প্রচলিত। টেটন’ এর স্ত্রীলিঙ্গে টেটনী। তুল” “ঠেটা’, ‘ঠেট । কুচেষ্টাবতী, প্ৰগলভা। বুধী-বুদ্ধি, উপায়। স্বগ গে রাখো মত্যে ইত্যাদি—স্বৰ্গ মৰ্ত্ত্য আমার শাসনাধীন, পাতালেরও সংবাদ রাখি, ঠেট রাধা, তাহার কি উপায় করিবে ? কাহার— কার শব্দের টীকা দ্রষ্টব্য ( পৃ” ৪৭৩) । ৩। পোঅ—পোএ শব্দের টীকা দ্রষ্টব্য (পৃ. ৪৬৮)। পুত্র। थज्ञीধরি, ধারণ করি । তোহ্মাক-পা” “তুম্হাকং (২য় ও ৪র্থীর বহুবচনে )। দেখিল—দেখিলাম। রুপসী-রূপসী । ৪। বুঝি—প্ৰাণ পৈ" এ বুজুঝিঅ’, ‘বুজঝি’ ১৷১৯৩৷ श्रृंéांक-8c ১। এহে-সম্বোধনহচক অব্যয়। এহে সকল বএসে মোর ইত্যাদি—হঁ্যাহে, সবে মাত্র আমার বয়স এগার বৎসর ; তুমি আমার নিকট বার বৎসরের দান চাও কেমন করিয়া ? ভীষ—শুন্তপুরাণে,— কান্দস্তি কামিন্ত ভাই কাজর ভাসস নাই ।