পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•o se ) ভাষা-টীকা 8 •খলা, ধারা। এতেকে বুঝিল তোর ইত্যাদি—ইহাতে তোমার কাজের ধারা বুঝিলাম, লোকে শুনিলে তোমায় উপহাস করিবে । ২ । পীড়এ–পীড়ন করে। ভুখিল—বিদ্যাপতিতে,— প্রথম সমাগম ভুখল অনঙ্গ । ভুখল চকোর জনি পিবইতে আশ। ক্ষুধাৰ্ত্ত। তুল” “কাটিল কদলী যেন পড়ে ডালে মূলে’ (কৃ• রা”, ‘জাগিল ঘরেতে চুরি নাহি কোন কালে’ ( বি” প” পু ভষল—ভ্রমর । তভে —তবু, তথাপি । ৩। বী—প্রা’ ‘ধীঅ ; পা- ‘ধী’ । দুহিতা | রুপ—ব্রুপ । তোহ্মাতে-তোমার। কী—প্ৰা’ পৈ ২১৩ । কি। দেখিল-ক্রিয়াবিশেষণ। দেখিত, দৃষ্ট। বেল—প্রা” “বিল্ল ; স* "বিম্ব’ । গাছ-বেঙ্গল এসিয়াটিক সোসাইটির সংস্করণ প্রাকৃত পৈঙ্গলের ৪• ০ এবং ৪৬৫ পৃষ্ঠায় যথাক্রমে ‘গচ্ছ’ ও ‘গাছ” শব্দ পাওয়া গিয়াছে। কামতা-বিহারী ভাষায় ‘গছ’ । আরতিল—আৰ্ত্ত, ক্ষুধায় কাতর। ভখির্তে—ভক্ষণ করিতে। ৪। শুণলেণ—শুনিলাম। কান—কু চ"এ ‘কল্প ৪।২৮, ৮৭৪ । সমান—সম্মান, সন্ত্রম। ধরে7–মাধব কন্দলিঙ্কত অযোধ্যাকাণ্ডে,— গ্রহ এর ক্ষমা কর হাতে তোর ধরে । সুন্দরাকাণ্ডে,— হাহা বাপ লক্ষ্মণ কি মতে ধরে জীব । Y | দেখিএ- দেখিতেছি । রুপস—অতিশয় মুন্দর । তেএ— সেই জন্ত । পিউক-পান করুক। ২। ভএ—প্রাণ ভিঅ’ ; ‘এ’ বিভক্তি-চিহ্ন । ৪ । তোর দেহে ইত্যাদি—তুমি মাধুৰ্য্যাদি গুণের আধার। দ্বাণী— শুল্ক-সংগ্রাহক ।