পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ግbo শ্ৰীকৃষ্ণকীর্তন { দানখণ্ড > | কুঢ়ী—স" ‘কুড় মল’ । পুষ্প-মুকুল । পরস—ম্পর্শ, লেশমাত্র । বিকাসিলে—বিকশিত হইলে । মোহে—মোহিত করে, মুগ্ধ করে। વૃક્રાફ–8૧ মোক—‘ক’ ষষ্ঠীর অর্থে প্রযুক্ত। অসমীয়া রামায়ণে, মোক সম বীর নাই ই তিন ভুবনে। লঙ্কার রাক্ষস আসে যুদ্ধক আমাক । ভৈগেল—হইয়া গেল। কি না মোক ইত্যাদি—এত কাল পরে আমার কি হইল, (কপালে এই ছিল ), গোকুলে মহাদানী নিযুক্ত হইয় গেল ! ২। হাট-সংস্কৃত সম শব্দ । গোআরী—হি গোহারা ; ও’ ‘গুহারি। কৃ• রাণ, চৈ° ভা" প্রভৃতিতে ‘গোহারি’। কাতর প্রার্থনা, অভিযোগ। যাবে1—যাইব । ৩। কাতর—বিজয় গুপ্তের পদ্মাপুরাণে, ‘সাধু নহে ধনেতে কাতর’ । কাঙ্গাল। নিতি নিতি দধি বিকে ইত্যাদি—রোজ (মথুরার হাটে ) দুই-দুধ বেচিতে যাই, মাগুলের প্রসঙ্গ ত ঘুণাক্ষরেও শুনি নাই । এখন জানিলাম, রাজা ফতুর । তা দান, যখন চাহিবে, তখন দেওয়া যাবে। ৪ । পড়িহাসে—পরিহাস করে, রহস্ত করে । ১। যবে হ-যখনই। বদন কমল তোর ইত্যাদি—যেই তোমার চাদপান মুখখানি দেখিলাম, সেই হইতে তোমাতে আকৃষ্ট হইয়া পড়িলাম। তুল”— আজ জাইতে পথে দেখলি রে রূপে রহল মন লাগি -(বিদ্যাপতি) গিধিনী-গৃধিনী। কান—প্রা” “কৰ্ণ হ’ । কৃষ্ণকে । কলী—চন্ত্রের ষোড়শাংশ।