পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৃ” ৫• ] ভাষা-টীকা 8b"> তুইটি পৃথক শব্দও হইতে পারে। থড়—‘কমপিহুবট্টে থোরো” ( থোরে ক্রমপৃথুপরিবর্ত লঃ –দেশীনামমালা। স্বল্প হইতে ক্রমশঃ স্থল বৰ্ত্তলাকার শলাকা । গোবালী-গ্ৰাম্য বালিকা, অবোধ বালিকা ; গোমুখ, গোৰেচারি’ শব্দ তুল’ । গোপী । ধনপালকৃত প্রাকৃত-লক্ষ্মীতে ‘গোবালা’ ( গোপাল ) । মেদনি যোড়িলো হালে ইত্যাদি—হে মুগ্ধে, আমি পৃথিবীতে হল যোজিত করিলাম । ব্ৰহ্মার দণ্ড যুগস্বরূপ হইল, সর্পরাজ বামুকি পশু বন্ধনরজ্জ, হইল এবং পৰ্ব্বত (মন্দর ?) যুগ-শলাকার স্থানীয় হইল। উক্তিটি বক্তার অদ্ভূত কৃতিত্বের পরিচায়ক। কাহ্ন মাহাদাণী ইত্যাদি—হে বালে, কানাই মহাদানীরূপে তোমায় অপেক্ষা করিতেছে। ২ । বংশ–বাশী, বংশী শব্দের টীকা দ্রষ্টব্য ( পৃ” ৪২৩) । বাজাও— বাজাই, বাদিত করি। অসুর দল—অস্কর-দলন। বৃন্দাবন মোর থানে ইত্যাদি—বৃন্দাবন আমার লীলাক্ষেত্র। বাশীতে আমি গান করি। আমায় অপর কেহ ভাবিও না, আমি অসুরদলনকারী শ্ৰীকৃষ্ণ । ৩। আহ্মাক-পা ‘অমহাকং ( ষষ্ঠীর বহুবচনে)। আমার। গঢ়— ‘গঢ়ে। দুগৃগে’ ( গঢ়ে। দুর্গম্)—দেশীনামমালা। গড়, দুর্গ। মেঢ়- সীতারামের ধৰ্ম্মমঙ্গলে,— কামাখ্যার মেড় গিয়া পাইল ঈশানে। দেখিল দেবীর মেড় যোজন প্রমাণ । মণ্ডপ বা পীঠ। সুমেরু আহ্মাক গঢ়ে ইত্যাদি—মুমেরু পৰ্ব্বত আমার দুর্গ এবং উহার শৃঙ্গে আমার পীঠ অবস্থিত। ‘মেদনি যোড়িলো হালে’ এবং ‘সুমেরু আহ্মাক গঢ়ে’ ইত্যাদি পদাংশ সহজিয়া হিয়ালির মত কানে বাজে । হেলে —অনায়াসে। কালী—কালিয় নাগ। ৪। গোকুলে গোজাতী—বিমুগ্ধা গোকুলবাসিনী। ه» -*gétه S ঠাই-প্রা" পৈ"এ ‘ঠাই ১,১৩৩ ৷ স্থানে। বাঢ়িলাহে!— অসমীয়া তেজিলোহেঁ’, ‘এরিলোহেঁ', 'মারিলোহেঁ” প্রভৃতি পদ তুল’। 如>