পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8bペ শ্ৰীকৃষ্ণকীর্তন { দানথও বাড়িলাম, বদিত হইলাম। এক ঠাই বাঢ়িলাহো ইত্যাদি—নন্দের ঘরে একত্রে লালিত পালিত হইলাম। দুবৃত্ত কানাই এখন বলপ্রকাশ করিতেছে। তুল”— একহি নগর বস মাধব হে - জনু কর বটবারী ॥—(বিদ্যাপতি) लिठेिऊ-थr ‘দিটুঠি” ; “ত’ বিভক্তি-চিহ্ন। চোখে, দৃষ্টিতে। বাঘত— প্রা” বগঘ ; "ত ষষ্ঠীর অর্থে প্রযুক্ত। মাধব কনালিকৃত লঙ্কাকাণ্ডে,— আজিসে সীতাত আমি এরিলে প্রত্যাশা ৷ বাঘের । দিঠিত পড়িলে ইত্যাদি—চোখো-চোথি হ’লে বাঘ হেন হিংস্র জন্তুর (ও) লজ্জা হয়—সম্মুখস্থ শিকার আক্রমণে ইতস্তত করে । সোদর— ‘সোদরো সহজে (প্যথ)’—অভি” প্লদী” । আপন, সাক্ষাৎ । তুল” “কি করে সোদর পরে’ । মাউলানীত—"ত পঞ্চমীর অর্থে প্রযুক্ত। তুল বল বীৰ্য্যে ধৈৰ্য্যে ধিক দেবতাত করি’, ‘ঘোর তপ আচরি ব্রহ্মাত লৈব বর’ ( মা দে”, আদি ) । সাধ—সংগ্ৰহ কর । ২। জীবাব—বাচিবার, জীবন ধারণের । বাছিঅ !—বা"v বাছ, নিৰ্ব্বাচনে । জীবার উপায় নাহি ইত্যাদি-ওহে মহাদানী, শুল্ক সংগ্ৰহ ব্যতীত তোমার জীবন ধারণের অন্ত উপায় নাই বলিতেছ এবং ( আর কাহাকেও না পাইয়া ) সাক্ষাৎ মামীর নিকট কর গ্রহণে উদ্যত হইয়াছ,— বলিঙ্গরি ব্যবস্থা ! পোএর—শিশুর । টলে—বিচলিত হয়। বেঢ়িলের—বেষ্টিত করিল। আলিপ কালে—অল্প বয়সে ৷ পোএর মুখে পরবত ইত্যাদি—বালকের ফুৎকারে পাহাড় উড়িয়া যাইতেছে। দেখিতেছি, অল্প বয়সে তোমায় গুরুতর বা গুরু জনের অভিশাপ বেষ্টিত করিল—অর্থাৎ বালকের এতটা বাকৃচাতুরী আর সহ যায় না, এর পর তোমায় মৰ্ম্মান্তিক শাপ দিব । ৩। দান ঘাট—যে স্থানে আমদানী রপ্তানী দ্রব্যের পরিমাণ করিয়া মাশুল গ্রহণ করা হয়। ভাঙ্গাও –ভাঙ্গি, ভগ্ন করি। বারে বারে কাছ ইত্যাদি—পুনঃ পুন এই পথ দিয়া দধি বিক্রয় করিতে যাইতেছি।