পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৃ” ৫১ ] ভাষা-টীকা 8b“වා তোমার দান-ঘাটের উচিত ব্যবস্থা ত কখন উল্লঙ্ঘন করি নাই। দিবেণর—দিব । > || ঘোসসি—ঘোষণা করিতেছ, পরিচয় দিতেছ। মামী—দে• প্রা” । তোহ্মার সম্বন্ধ ইত্যাদি— তোমার সহিত আমার অতি দূর সম্পর্ক, নাই বলিলই হয়। অথবা তোমার সহিত আমার সম্বন্ধ একটা কথার মধ্যেই নয় । د ه-چg&tه নহসি—হইস না, নও। শালী—খালী। রঙ্গে—কৌতুক করিয়া । ২। তুণ্ডে—মুখে। পড়–পড়ক । মাউলানী মাউলানী বোলসি ইত্যাদি—বারবার মামী সম্বন্ধের উল্লেখ করিতেছ, (অধঃপাতে যাও) আমার যত কিছু মহাপাতক, তোমার হউক । ভাগিব—ভগ্ন করিবে । ৩। উপেখসি—উপেক্ষা করিতেছ, অগ্রাহ করিতেছ। মুখ তুলী চাহ ইত্যাদি—মুখ তুলিয়া আমার দিকে তাকাও অথবা আমায় কৃপা-কটাক্ষ কর, আমার দুঃখ দূর হউক। চাপ—পীড়ন কর । পালাউপলায়ন করুক । ৪। জীণায়িলে-জানাইল, অবগত করিল। খাউ—খাউক । কথা—মস্তক। সম্বোধ—সম্ভাষণ কর। কষ্ণস্ত্য বচনং শ্ৰুত্ব ইত্যাদি—শ্ৰীকৃষ্ণের বাক্য শ্রবণ করিয়া ভয়ভরাতুরা রাধা জরতীকে কিছু এবং উদেশে শ্ৰীকৃষ্ণকে কিছু বলিলেন। ১। মাউলানীর যৌবনে ইত্যাদি—মামীর রূপ-যৌবনে কানাইর মম গেল অর্থাৎ আমাতে আসক্ত হইল। লজজী छूछेि ছরিল-চক্ষুলজ্জা সকুচিত করিল ; ভুল” “লাজের মাথা খাইল ।