শ্ৰীকৃষ্ণকীর্তন [ দানখণ্ড راس8b বিদগ্ধ। জীউক—বাচুক। পরস—গ্রা”। তাক দেখি উনমত ইত্যাদি—তা দেখিয়া পাগল হইলাম, আর কিছুতেই মন নাই । ( একবারটি ) বল, বিদগ্ধ কানাই তাহা স্পর্শ করিয়া প্রাণে বাচুক । ৩ । পাতসি—পাতাইতেছ, স্থাপিত করিতেছ। সে—প্রাণ ও স* “হ’র সমান। হীরারি-হারায় বা হারাই। মন থীর করি ইত্যাদি— মন স্থির করিয়া আমার কথা শুন, লজ্জাতেই সব কাজ মাটি হয়। শীচে– সঞ্চয় করিয়া রাখে। তুল” জানলু হিয়া মাহ সাচি’ (গোবি)। পরিহরি— প্রাণ পৈ-এ পরিহরি, পরিহরিঅ’ ( পরিহৃত্য ) । পরিত্যাগ করিয়া । আপণা-চৰ্য্যাপদে অপনা”, আপনাকে বঞ্চে-বঞ্চনা করে, প্রতারিত করে। অনেক সময় যৌবন ইত্যাদি-অনেক সময় দেখা যায়, যে স্ত্রীলোক আপনার শরীরমধ্যে যৌবন সঞ্চিত করিয়া রাখে (অর্থাৎ সময়োচিত সদ্ব্যবহার না করে ), সেই অতি অল্পবুদ্ধি ভোগ-মুখ পরিত্যাগ করিয়া স্বয়ংই আপনাকে প্রতারিত করে । ৪ । সে—অবধারণে ; তুল” “রক্ষিণ করহ রক্ষা তবে সে উদ্ধার’ (চণ্ডিকাবিজয় )। ভালী—স্ত্রীলিঙ্গে ঈ প্রত্যয় । উত্তম । যাহার যৌবন নর ইত্যাদি—যে স্ত্রীর যৌবন পুরুষে উপভোগ করে, সেই রসিক রমণীই উত্তম । ফুটন্ত মল্লিকা ফুল ভ্রমর-সমাগমে যেমন শোভা ধারণ করে, পুরুষ-সঙ্গত নারী তেমনই এক প্রকার সৌন্দর্য্যের স্বষ্টি করে। নিরাসে—নিরাশ । श्रृंछेांक-48 ১। মান-মান্ত কর, গ্রাহ কর । মোত—“ত’ দ্বিতীয়ার অর্থে প্রযুক্ত। সঞ্জয়কৃত মহাভারতে,— যে আজি অৰ্জুনে দেখাইয়া দিব মোত ॥ তাহা দেহেঁ। যেই অর্জুন দেখাএ মোত ॥ মাধবদেবকৃত আদিকাণ্ডে,— শীঘ্ৰ বেগে গৈয়া সুমিত্ৰাত জান দিলা।
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।