পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"j" es ] ভাষা-টীকা 8boፃ শঙ্করদেবকৃত উত্তরাকাণ্ডে,— শুনি রঘুপতি পাছে ব্রহ্মাত বদতি। আমায়। তোর বেলি মোত-তোমার আমায় শালী বলা শোভা পায় না অর্থাৎ যুক্ত হয় না। তভোহো-কবীন্দ্র পরমেশ্বরকৃত ভীষ্মপর্কে,— তবেহে জিনিতে নারে পাণ্ডুর নন্দন। তথাপি । যদি গাঙ্গ উজান ইত্যাদি—গঙ্গা যদি উৰ্দ্ধগামিনী হন, তথাপি তামার কথা হইবে না—কিছুতেই তোমার প্রস্তাবে সম্মত হইতে পারি না । ২ । তাঁহাকো—দ্বিতীয়ার্থে প্রযুক্ত এই কো’ প্রত্যয় হিন্দীর অনুরূপ। মাধদেবকৃত আদিকাণ্ডে,— পূর্ণচন্দ্রমকে জিনি বদনর কান্তি । আছিদর- প্ৰগলভ, ধৃষ্ট। বা তেঁদড় বা ‘চ্যেদড় শস্ব ভুল"। জাহ—যাও । ৩। যাক-যাহাকে। উপভোগে—ক্রিয়াপদ। পতী—পতি শব্দ হিন্দীতেও ঈকারান্ত দৃষ্ট হয় । রস—মনঃপ্রতিবিশেষ। পরার— পরের । রস নাহি পরার ইত্যাদি—পর-পুরুযে মুখ নাই, যাহার উপভোগ দ্বারা কুলকে নষ্ট করে ( মাত্র)। ৪। পাপত—"ত পঞ্চমীর অর্থে প্রযুক্ত। মাধবদেবকৃত আদিকাণ্ডে,— বল বীৰ্য্যে ধৈর্য্য ধিক দেবতাত করি ॥ ঘোর তপ আচরি ব্ৰহ্মাত লৈব বর। কৃত্তিবাসী আদিকাণ্ডে,— রাজীতে বিদায় মাগে ভরত কুমার –(পুথি ) পাপ হইতে । সতীত্বং তব বিজ্ঞাতমিত্যাদি—রাধিকে, তোমার সতীপনা জানা গিয়াছে, এখন আমার (প্রাপ্য ) শুল্ক গণনায় মনোনিবেশ কর