পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b* শ্ৰীকৃষ্ণকীর্তন [ मांनधं७ २ ॥ আহুঠ—কৃত্তিবাসী উত্তরাকাণ্ডে,— স্বর্গে রাজ্য করে আউট কোটি বৎসর । আট, অষ্ট। অfহুঠ হাথ কলেবর –প্রচলিত প্রবাদ, দ্বাপর যুগে মানবদেহের পরিমাণ ৭ হাত ছিল। 'হাথ’ শব্দে পাণিতল ( ১• অঙ্গুলি ) ধরিলে, রাধার দেহের উচ্চতা ৩০ হাতের কিছু কম হয় । ৩ । এহাত-ইহাতে। লক্ষক—এক লক্ষ, লক্ষৈক । ৪। চিকুর—চুল, কেশ । চামর জিণিঅ" ইত্যাদি—তুল’ “চামরক জিনিয়া প্রকাশৈ কেশচয়” ( মা” ক", অরণ্য' )। ৫। সিসের-প্রা” গীস’ , ‘এর ষষ্ঠীর চিহ্ন। সিথার, শীর্ষের। ৬। নিৰ্ম্মল শশি ইত্যাদি—তুল সরদ সসধর সরিস মুন্দর বদন’ (বিদ্যাপতি)। লেখে7–লেখি, গণনা করি। ৭ । নীল উতপল তোর নয়নে—জয়দেবে,— নীলনলিনীভমপি তন্ধি তব লোচনং ধারয়তি কোকনদরূপম্। পাঞ্চ–চৰ্য্যাপদে ; দীপিক-ছন্দে,— পাঞ্চ তত্ত্ব পাঞ্চ রস পাঞ্চ গুণ সার । পাচ । ৮। তোহোর-চর্য্যাপদ প্রভৃতিতে । “তোর’ শব্দের টীকা দ্রষ্টব্য ( পৃ” ৪১১ ) । ৯ । সাত-প্রাণ সত্ত’ । ১০। শোহে—প্রা পৈ” এ ‘সোহে (শোভস্তে )। শোভে, শোভা পাইতেছে বা পায়। আঠ-প্রা" ‘অটুঠ । অষ্ট । এহার দান ইত্যাদি— ইহার দান আট লাখেরও বেশী। ১৩। তাহারে—তাহার। ১৪। জিণে—জয় করে। বার-প্রা ‘বারহ। দ্বাদশ।