পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&ఆ ] ভাষা-টীকা 8boసి نه-س چtغه ১৫। তের—প্রা” “তেরহ’ । ত্রয়োদশ । ধনে—মুদ্র বা তৎস্থানীয় বস্তু । ১৬। ত্ৰিবলি মাঝা—ত্ৰিবলীযুক্ত মধ্যদেশ। নাভির উপরিস্থ রেখাত্রয়কে ত্ৰিবলী বলে। চৌদ—প্রা” চউদই’, ‘চোদই’। চতুর্দশ। ১৯। পাট—পীঠ । C5atمع الأ ‘চউসটুঠি । চৌষট্টি, চতুঃষষ্টি । ২১ । অনন্ত—'কবির প্রকৃত নাম ‘অনন্ত’ মনে হয়। কবি আপনাকে মঙ্গলচণ্ডীর দাস বা ভক্ত বলিয়া পরিচিত করিয়! থাকিবেন । অথবা ঠাঙ্গর পিতামাত। নান্নরের অধিষ্ঠাত্রী দেবী বাশুলীর বরে পুত্র-রত্ন লাভ করিয়া পুত্রকে চণ্ডীদাস নামে ডাকিতেন, এরূপ ও হইতে পারে । বাসলী ( বাগুলী ) ও মঙ্গলচণ্ডী অভিন্ন ১ । ১। ঘাট—মাশুল গ্রহণের স্থান । আগোলসি—বা"vআগল ; সণ ‘অগল’ ( ? ) ! আগলাইতেছ, অবরোধ করিতেছ। খড়ি পাড়— অঙ্কপাত করিতেছ, হিসাব করিতেছ । খড়ি-প্রা” “খড়িঅ’, ‘খড়িআ । কপট নাট—দানকেলি-কৌমুদীর টীকায় কৌটিল্যনাট্যম্’, চৈতন্যভাগবতাদিতে “কুটিনাটী’ । চাতুৰ্য্য। নাট—প্রা” “নট্ট’ ( নাট্য )। চণ্ডীদাসের প্রচলিত পদে সব নাটের গুরু কালা’। রঙ্গ। শুণিলে — শুনিলে । টাটে—দুঃখে, কষ্টে । ‘টাটক’ ( ভেল্কী ) শব্দ তুল’ । মিছা খড়ি পাড় ইত্যাদি—কানাই, বৃথা চাতুৰ্য্য-জাল বিস্তার করিয়া দানের গণনা করিতেছ । কংস এ কথা শুনিলে সঙ্কটে পড়িবে। ঝগড়—অপরাধ, ক্রটি। অস জিগর’ শব্দ তুল"। পাজী পুর্থী— সহচর শব্দ। পুর্থী—প্রা" ‘পোর্থী’ । চিরিবে ।--দ্বিখণ্ডিত করিব । ২ । রাখোআল কাহাঞি ইত্যাদি—কানাই, তুমি রাখাল, এরূপ বলা তোমাকেই শোভা পায় । ( তাৎপৰ্য্য) এরূপ অশিষ্ট ও অসঙ্গত ১ সম্পাদকীয় উক্তি দ্রষ্টব্য । উ২