পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8న ది শ্ৰীকৃষ্ণকীর্তন [ দানথও কথা বলা তোমার ব্যবসায়ের উপযুক্ত বটে। রাখোয়াল-বিদ্যাপতিতে ‘রখবার’। পাইএ—পাই। চরিতে—আচরণে। তো—চৰ্য্যাপদে । তুমি। নাসিলি—নষ্ট করিলে। এ সব চরিতে ইত্যাদি—এই সকল আচরণে তুমি ইহ-প্রকাল নষ্ট করিলে। মুগধে—মূঢ়। কৈলে—করিলেক, করিল। পৃষ্ঠাঙ্ক—৫৭ ৩। মিছে—চর্যাপদে মিছে । চক্ৰ—কপট যুক্তি। বাখান— প্রা” ‘বকৃথাণ’ । ব্যাখ্যান। মিছে কেহে চক্র ইত্যাদি—কানাই, বৃথা কেন কপট যুক্তি প্রদর্শন করিতেছ? কথাহো—কোথাও । শুণী— শ্রবণ করি। বসে—ধাৰ্য্য বা নিরূপিত হয় । ৪। জাণী—চৰ্য্যাপদে জানে, অবগত আছে। চিহ্ন—চেন, জান। ১। রাগ—( রক্ত ) বর্ণ। তোহ্মাতে—তোমাতে । ১ । তথিত—“ত ষষ্ঠীর অর্থে প্রযুক্ত। তাঙ্গার। তুল” “নাভি-সরোবর তথির উপর তনুরুহাঙ্কুর দাম’ ( কবিকঙ্কণ ), ‘ত্ৰিনয়ন হল শিব তথির কারণে ( মাণিকের ধ” ম’ হার মঞ্জরী-- মুক্তরচিত হার । ‘হার’ শব্দ সংস্কৃত-সম । ৩। গোবিন্দ—কেহ কেহ বলেন, শ্ৰীকৃষ্ণের নামবাচক ‘গোবিন্দ’ শব্দটি গোপেন্দ্র শব্দের অপভ্রংশ ব্যতীত আর কিছুই নহে। চঞ্চুতে-প্রা" চকুধু ; কামতী-বিহারী ভাষায় চঞ্চু ; তে’ বিভক্তি-চিহ্ন। নাইসে– আসে না। ঘুচাঅ !—বা v ঘুচ, দূরীকরণে ; অস” v গুচ। সরাইয়া, অপসারিত করিয়া। কোল-আলিঙ্গন। লাগু—লাগুক । হিলোল— হিল্লোল, তরঙ্গ ।