8৯৬ শ্ৰীকৃষ্ণকীর্তন [ দানখণ্ড هریسtز : ১• । হেমরূপ ইত্যাদি—তোমার যৌবন সুবর্ণসদৃশ বহুমূল্য । অথবা তোমার রূপ ও যৌবন সুবর্ণমূল্য বহন করে। ১। সব গোপ ইত্যাদি—সমস্ত গোকুলবাসী যাহাকে সন্ত্রম করে। लिरुलि-नि७ ।। || বুইলে—বলিল । সে বচন ইত্যাদি—সে কথা কাণে শোনা যায় না অর্থাৎ শুনিবার একান্ত অযোগ্য। খাঅ।—খাইয়া । তিন লোক ইত্যাদি —জগৎ সংসারের অহিত করিতে কানাই মহাদানী সাজিয়াছ । ‘মহাদানী’ পদবী ‘মুন্সী’, ‘মজুমদার’, ‘মুহুরী’ প্রভৃতির ন্তায় বংশগত হইয়। গিয়াছে । o | বিকি জগইএ—বেচিতে যাইতেছি। পার—‘পারং ( পরম্হি তারমূহি )’—অভিধানপ্লদীপিকা । দূরবত্তী তার। বেভার—বিদ্যাপতিতে ; কৃত্তিবাসে ‘ব্যাভার’, ‘অবেভার’। ব্যবহার। বাণিজার—বণিক। ভুল 'সৰ্ব্ব ধন হরি ভবে মারে বাণিজ্যরে’ (কৃষ্ণপ্ৰেমতরঙ্গিণী)। হেন হএ বড়ার ইত্যাদি—বড়র এমনই আচরণ বটে, মামীকে পণ্যবিক্রয়িত্রী পাকড়াও করিল। ৪ । খাও —মাধবকন্দলিকৃত অরণ্যকাণ্ডে,— মানুষী সীতাক এতিক্ষণে মাধি খাওঁ । , খাই । পাস-প্রাণ। পাশ্ব । জাও —বিদ্যাপতিতে,— জামিনি চারিম পন্সর পাওল । আবে জী ও নিজ গেহ ॥ মাধবকন্দলিকৃত অযোধ্যাকাণ্ডে,— আশীৰ্ব্বাদ করিয়োক চলি যাওঁ বন ॥ যাই। কীর পান চুন ইত্যাধি—(তাৎপৰ্য্য ) কাহার কাছে ক্ষুদ্র বিষয়েও ঋণী নই বা কাহারও নিকট কোন কিছুর জন্য প্রার্থীও হই নাই।
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।