পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8sb" শ্ৰীকৃষ্ণকীর্তন [ দানখণ্ড ১। মারিহে-মারিবে, নষ্ট করিবে। রাখিব-রক্ষা করিবে। অবিচারে - বিনা অনুসন্ধানে। । আইহহন-আষ্টচন, আয়ান। বল করে-বল প্রকাশ করে। છIઃ-છા ન હ ‘অগগে’ । ৩ । পো—প্রা” “পোঅ’ । পুত্র। نان-چgtه মতিমোষ-হৃতমতি, নষ্টবুদ্ধি । ভুজিবি-ভূখিবে, ভোগ করিবে । লিখিত—দগুনীতি-বিহিত, নিৰ্দ্ধারিত। মতিমোষ মোক কর ইত্যাদি—ছন্নমতি, আমার প্রতি বল প্রয়োগ করিতেছ, এ জন্য বিহিত দণ্ড ভোগ করিবে । ৪ । পুরাণ–সর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর ও বংশামুচরিত, এই পাচ লক্ষণযুক্ত মুনি-প্রণীত শাস্ত্রবিশেষ, যথা—“সৰ্গশ্চ প্রতিসর্গশ্চ বংশো মন্বন্তরাণি চ। বংশানুচরিতঞ্চৈব পুরাণং পঞ্চলক্ষণম্।” জাণসি—প্রাণ পৈ° এ জাণাসি’ ( জানাসি )। জানিস্, জান। বেবথা—ব্যবস্থা ৷ সাহ–সাধ, প্রার্থনা কর। ১ । পরাশর—ব্যাসদেবের পিতা এবং কলি সুগের ধৰ্ম্মশাস্ত্রপ্রবর্তক ঋষি । বিশাল-বিখ্যাত। জাণী—জানে, অবগত আছে । মীন কণ্যা— ইহঁার গর্ভে বেদব্যাসের জন্ম হয় । ইনিই পরে সত্যবতী নামে পরিচিত হইয়া কুরুকুলপতি শান্তনুর মহিষী হন (বিস্তৃত বিবরণ মহাভারতে দ্রষ্টব্য )। মিচ্ছে মীনে জলচরে’—অভিধানপ্পদীপিকা । কেহ কেহ অনুমান করেন, “মীনা শব্দ খন্দ বা কানাড়ী ভাষা হইতে গৃহীত। কণ্যা—প্রা” । আতত-কল্পিত, উদ্ভাবিত। সমত—সম্মত, অনুমত। ২। রম্ভা—স্বর্গের নর্তক। রমন্তি—রমণ করেন বা করিলেন। শান্তন—(শান্তনু ) চন্দ্রবংশীয় নৃপ, ভীষ্মের পিতা । ৩। বসে—সঞ্চিত হয় । ৪ । সতীপণ—সতীপণা, সতীর আচরণ ।