পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

° ఆy) ভাষা-টীকা Bసిసి ۹ -س-t۴ان ১ । তারা—বৃহস্পতি-ভার্যা । অদ্যাপিহো—প্রাচীন বাঙ্গালাতে ‘অস্থাপিও’, ‘যদ্যপিও প্রভৃতি পদের প্রয়োগ দৃষ্ট হয়। আজও পরচরে— প্রচার করে, ঘোযণা করে । আহুল্যাক—অহল্যাকে । ইনি গৌতম ঋষির পত্নী। সুরবর-ইন্দ্র । সহস্ৰেক—এক সহস্ৰ । অদভূত—অদ্ভূত। বোলন্ত–শূন্তপুরাণে,— নিরঞ্জন বোলন্ত ঝিআরি তুঙ্গি থাক ঘরে । উল্লুক বোলেন্ত আর মুনহ নারায়ণ। শ্রীকর ননীকৃত অশ্বমেধপৰ্ব্বে,— মুনির বচনে রাজা পুনিহ বোলন্ত । মাধবদেবকৃত আদিকাণ্ডে,— হস্তি করি বোলন্ত যাইবোহে বনবাস ॥ বলেন, বলিতেছেন। ২। ভাই—প্রা ভাআ’ । তিলোত্তমা—স্বৰ্গ-বেশু। বিধাতা সুন্দ উপসুন্দ নামক অসুরদ্বয়ের বিনাশ-হেতু সমুদায় রত্বের তিল তিল লইয়া ইহাকে নিৰ্ম্মাণ করেন বলিয়৷ ইহঁর নাম তিলোত্তম । ময়িলা—মরিল। সুম্ভ নিসৃত্ত—চামুণ্ড-যুদ্ধে রক্তবীজ নিহত হইলে, গুস্ত ও নিশুম্ভ দৈত্যভ্রাতৃদ্বয় দেবীর হস্তে বিনষ্ট হয়। ৩ । চেী –প্রা” চউ’ । চারি । তেহে!—তিনি-(ও) । ৪ । পরিভাউ–ভাবিয়া দেখুক, বিচার করুক । তেজু—ত্যাগ করুক । بایسسfrن ১। বেকত-ব্যক্ত । বিজুলি-প্রা" ‘বিজুলী’ । নীল জলদ সম ইত্যাদি—(তোমার ) কেশকলাপ কৃষ্ণবর্ণ মেঘ সদৃশ, তাহাতে চম্পকমালা ব্যক্ত বিদ্যুল্লতার স্তায় শোভা পাইতেছে । কৃষ্ণ বর্ণের পর্য্যায় —“নীল কণহা সিত কালে মেচকো সাম সামলা’ (অভিধানঙ্গদীপিকা )।