a eఫి শ্ৰীকৃষ্ণকীর্তন [ দানখও ১ । যশোদাএ—‘এ’ কর্তৃকারকের চিহ্ন। মাঙ্গ—প্রার্থনা কর। আলণগন—অসংলগ্ন। হেন অলিগিন ইত্যাদি—এরূপ অসম্বদ্ধ কথা কোথায় ( কোন রাজ্যে) গুনা যায় ? ৩ । রসত—"ত পঞ্চমীর অর্থে প্রযুক্ত ৷ এহা দেখি রসত ইত্যাদি—ইহা বুঝিয়া কেলি-বিলাস হইতে মনকে তফাত কর অর্থাৎ তাহার আশা ছড়ি। সাজ-সজ্জিত, পরিপূরিত। রুপস শরীর মোর ইত্যাদি—কেআ ফুল যেমন ধূলিপূর্ণ, আমার মুনার দেহও তেমনই রসহীন, কোন কাজের নয় । ৪। রহণঅসি—আটকাইতেছ, ( বলপূৰ্ব্বক) অবস্থান করাইতেছ। কচাল—বিজয় গুপ্তের পদ্মাপুরাণে,— ভাল মত জান তোরা কোচtল করিতে ॥ বৃথা বাক্কলহ। ঘুচাহ কচাল ইত্যাদি—কথা কাট-কাটিতে ক্ষান্ত দাও, আমার আশা ত্যাগ কর । ১ । সেনেহা—প্রাণ সণেই’, ‘গিণেহ’, সিনেহ’ । স্নেহ, প্রতি । ইথে—প্রা” এখ’, ‘ইখ’ । বিদ্যাপতিতে,— ইথে যদি কেও করএ পরচারী। ইহাতে । রাহী-রাধী শব্দের প্রাণ রূপ রাহা ; অপ” ‘রাই’। বিদ্যাপতিতে ‘রাহি’, ‘রাহী’। 嶺 د ۹-rrنی ২। পুনে-প্রা” পুল্ল ; একার বিভক্তি-চিহ্ন । পুণ্যে, পুণ্যবশে । পরিভাব-পরিচিন্তন কর, ভাবিয়া দেখ। ৩। থিতা—প্রা’ থিতি। স্থিতি । ৪। সেহো-সে-ও, সে আবার। ভুঞ্জ-ভোগ কর। আন্ধা সমে ইত্যাদি—আমার সহিত বিলাস কর ।
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।