পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* at ) ভাষা-টীকা Q o (o রাজপদের কথা দূরে থাকুক, আমার জীবন-সংশয় উপস্থিত । হাতী, ঘোড়া বা সাপের মাথায় খঞ্জন দেখিলে, দ্রষ্টার শ্ৰীবৃদ্ধি হয় ( বৃহৎসংহিতা, ৪৫শ অ• )। জীউ—অপ” জীউ । জীবন । মানু—মামুক, অঙ্গীকার করুক। ২। উচিত তাহাত ইত্যাদি—নিম্নলিখিত রূপ পদচ্ছেদ হইবে,— উচিত তাহাত কল হংস সম রএ কনক রসনে ॥ তাহাতে সুবর্ণ-মেখলা শব্দায়মান হইয়া মরাল-ধ্বনির অনুকরণ করিলে এখন মানায় ভাল । রএ—রব করে । ৩। আড়ন—ঢাল, ফলক । রোমাবলী—স্ত্রীলোকের নাভির উপরিস্থ স্বক্ষ রেখাকার রোমাবলী । কিরিপান—কৃপাণ ৷ হাণী— হানিয়া, প্রহার করিয়া । જૂછેઃ –૧૪ জলে—জ্বলিতেছে । কৃষ্ণস্ত বচনং ইত্যাদি—বৃদ্ধার মুখে শ্ৰীকৃষ্ণের উক্তি শুনিয়া তাহাকে এই কথা বলিলেন । ১ । কম্পএ—সঞ্জয়কৃত মহাভারতে,— তাহা দেখি কম্পএ যে বীর বৃকোদর। কাপে, কম্পিত হয় । বাখন—প্রাণ বিকৃখাণ’ । ব্যাখ্যান, প্রশংসা । তোহ্মণখেী—তোমায় । পৃষ্ঠাঙ্ক—৭৫ ২ । হেনসি—হৈন-ই, এই প্রকার-ই। তাহাত উচিত ইত্যাদি— তাহাতে এইরূপই ব্যবহার উপযুক্ত বটে । ৩। তোহ্মাত—তোমার। পতিআস—প্রত্যাশা। ৪ । এভোহে!—এখনও । দুহে-দুই জনে। থাকি—থাকিল, রহিল। Go8