Q e V. শ্ৰীকৃষ্ণকীর্তন [ দানখগু ইত্যুক্ত, রাধিকা ইত্যাদি—এই বলিয়া রাধা মৌনভাবে অবনতবদনে বুদ্ধার সহিত অনেকক্ষণ একাস্তে বসিয়া রহিলেন। পরে কামক্লিষ্ট শ্ৰীকৃষ্ণ রাধিক মৌনব্ৰতই অঙ্গীকার করিয়াছেন দেখিয়া ( মৌনভাব সম্মতির লক্ষণ জানিয়া ) সাভিলাষে র্তাহাকে এই কথা বলিলেন । ১ । সরোঅর—সরোবর। তরুঅর’ শব্দ তুল’। শু'আহে!— শুক ও । পাঞ্জর—পিঞ্জর । কুয়িলী-প্রা" লক্ষণ ও প্রাণ পৈ° এ ‘কোইলো’, ‘কোইলা’ ( কোকিল; }; মু” ক’ এ কোইল ; বিদ্যাপতিতে,— কোইলী পঞ্চম রাগে রমন সুমরাঞো নন্দন বন—মনোহর উপবন । সহ্মণক—মাধব কন্দলিকৃত কিষ্কিন্ধা৷ কাণ্ডে,— । এ সস্বাক দেখি মই করিলোহো সাক্ষী । সকলকে । বোলাইলো—ডাকিলাম, আহবান করিলাম। হংস রএ সরে অরে ইত্যাদি—সরোবরে হংস, পিঞ্জরে শুক, উপবনে কোকিল, এক এক করিয়া প্রিয়জনদের সকলকে ডাকিলাম, ( সকলেই সাড়া দিল ), তোমার(ই) উত্তর পাইলাম না । বালি-বালে। উপেখিঅ —উপেক্ষা করিয়া, অগ্রাহ করিয়া । এড়ির্তে—ছাড়িতে, ত্যাগ করিতে। না ফুরে মন—মন উঠে না । ২ । সোনা—পা° সেন্নি’ । কট,অ{—কোটা । পুরাআ –পূর্ণ করিয়া । ۹e--چtؤء আমূল-অমূল্য। ৩। পুনমী—পূর্ণিমা। চাদ-প্রা চন্দ'। কাঞ্চ—মৈ কিচি ; ও ‘কঞ্চ । কাচা । হলদি—প্রা’ ‘হলদী’ । হরিদ্র। আকাইলেকগোবিন্দদাসে ‘আকুল চিকুরা’ ; চৈতন্যমঙ্গলে ‘আউলাইল মাথার কেশ । উত্তর ও পশ্চিম-রাঢ়ে ‘আউলান’ এবং ২৪ পরগণায় ‘আকান’ শব্দ প্রচলিত । আকুলায়িত। ৪। খাণিএক—খানিক, একটু।
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।