পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৬০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

”レゃ] ভাষা-টীকা (· × নিপীয় ক্লষ্ণবচনং ইত্যাদি—শ্ৰীকৃষ্ণের বাক্য শ্রবণ করিয়া আধিমতী শ্রীরাধা ব্রততীর ন্যায় কঁাপিতে কঁাপিতে বৃদ্ধাকে এই কথা বলিলেন । ১। ডাক—vডাক, আহবানে । কানড়ী খোপা—চণ্ডীদাসের প্রচলিত পদে,— কানড় ছাদে কবরী বাধে নব মল্লিকার মালে ৷ কানড় পুষ্পাকৃতি খোপা অথবা কানড় সাপ ষে প্রকার কুণ্ডলী পাকাইয় থাকে, সেইরূপ ভাবে বদ্ধ কবরী। ত্রযুক্ত যোগেশ বাবু অনুমান করেন, কর্ণাটদেশীয় রীতিতে বিন্যস্ত কেশ । কানড়—(১) নীলবর্ণ পুষ্পভেদ, (নীলোৎপলবাচক কন্দোট’ শব্দ তুল" ) ; (২) ফণাহী সর্পবিশেষ। মুণ্ডায়িবে।— মুড়াইব, মুণ্ডিত করিব । چafs–:ہ’’ পু”এ করস্তি ধৰ্ম্ম স্তান’ । করিতেছেন । ৩। শঙ্খচুর-চুর্ণবিচূর্ণ । মূছিঅ’ পেলাইবো ইত্যাদি— নারায়ণদেবকৃত পদ্মাপুরাণে— হাথের শঙ্খ ভাঙ্গিমু কঙ্কণ করিব চুর । মুছিয়া ফেলিমু আমি সাথির সিন্দুর ॥ ه ۶-چtبه ৪। পৈসী--প্রবেশ করিয়া । হেন মন করে ইত্যাদি—বড়াই, আমার ইচ্ছা করে, হ্রদে প্রবেশ করিয়া মরি । ( তত্ৰাচ ) পরপুরুষের সহিত রঙ্গরস করিব না । আস-প্রা” ‘আসা’ । আশা । ১। ভাঙ্গাসি—ভাঙ্গাইতেছ। ২ । বিতে—পশ্চিম-রাঢ়ের প্রাদেশিক ; ভিত’ শব্দ তুল’ । ব্যপদেশে । ৫ । পুছিঅর্ণ-চৰ্য্যাপদে পুছিঅ’ । ৬। পুছিবে1–জিজ্ঞাসা করিব। তোহ্মাথো—তোমা হইতে।