পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৬১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

QRe শ্ৰীকৃষ্ণকীর্তন { দানথও কৃত্তিবাসী উত্তরাকাণ্ডে,— মূর্তিমান হৈয়া ঘোড় সান্তাই আনলে । চণ্ডীদাসের পদে,— পারিতি বেয়াধি যদি অস্তরে সীমাইল । পশ্চিম-রাঢ়ে প্রবেশ করা অর্থে ‘সামা’ ধাতুর প্রয়োগ প্রচলিত। প্রবেশ করে। छ्रज्ञौ-2r ‘চোরিঅ’ ; হি০ ‘চোরী’ । প্রথম যৌবন ইত্যাদি—আমার নব যৌবন যেন মোহরাঙ্কিত ভাণ্ডার, তাহাতে চুরি চলে না। বিদ্যাপতিতে,— মদন ভণ্ডার সুরত রস আনী । মোহরে মুন্দল আছ অসময় জানী ॥ ছুইলে—বা vছ (প্রা ছিব) । আহ্মার যৌবন ইত্যাদি— আমার যৌবন কাল সৰ্পস্বরূপ, স্পর্শ করিলে বা দংশন করিলে মৃত্যু অনিবাৰ্য্য। ৭ । আহ্মেহো—আমিও । গরুড়ী—সাপের ওঝা, সপচিকিৎসক । ৮ । বিগুতে–মাধবকন্দলিকৃত অরণ্যকাণ্ডে,— রামের বৈরক আজি বিগুতিয়া মারেী ॥ লঙ্কাকাণ্ডে,— জীব মাণে বিগুতি পাঠাইল । পীড়ন করিতেছে, নিগৃহীত করিতেছে। নেঅ'ত৷ ( স্তায় )-বাগ বিতণ্ড, কলহ। নেআআ-আকৃড়ে (কলহপ্রিয় ) শব্দ তুল’ । জুড়ী— বা"vজুড়, যোগে। বিবুধিএ—দুৰ্ব্বন্ধিবশে । ৯। আভিরোষ—ক্রোধ। ১• । তপত—তপ্ত, উষ্ম । নীলে—বিজয় গুপ্তের পদ্মাপুরাণে,— বোটের নালে পড়ে ক্ষীর মহাশব্দ গুনি ॥ উগারিয়া কালবিষ এড়িলেক নালে ॥ ধারার। জুড়ায়িলে—শীতল হইলে । সোআদ—স্বৰা। তপত দুখ