পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৬১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

° •రి ] ভাষা-টীকা Qa○ शृछैॉक-७०२ ৫। সাধে –মাধব দেবকৃত আদিকাণ্ডে,— কহিয়োক মুনি কিবা সাধে। প্রয়োজন । শঙ্করদেবকৃত উত্তরাকাণ্ডে,— শুনিয়োক প্রভু দেৱ সাধে। এক কাজ । সাধন করি, সংগ্ৰহ করি । ৬। মুখত বজর বসে-কথায় ভারি টনক, বাক্যে বড় দড়। ৭ । দান্তের—দাতের, দন্তের। তোলী—তুলিয়৷ । ধরিলে – মাধব দেবকৃত আদিকাণ্ডে,— বারম্বার হরি স্মরি ধলিলে ধিয়ান । চৈ ভা”এ ধরিলু,’ ‘ধরিলাঙ’ ধরিলাম। হিরণ্য-দৈত্যরাজ হিরণ্যকশিপু, প্রহ্নলাদের পিতা । স্কনি পূৰ্ব্বজন্মে বিষ্ণু-পার্ষদ ছিলেন এবং সনক সনন্দাদি কর্তৃক অভিশপ্ত হইয়া যথাক্রমে হিরণ্যকশিপু, রাবণ ও শিশুপালরূপে জন্ম গ্রহণ করেন। বিদারিলে –বিদারণ করিলাম। রাহী—প্রা" "রাহী’, ‘রাহী’ ( প্রা’ স”, ৫।৩e ) । ৮। নারে—পারে না। কুল—কুল, বংশ । শুষ্ঠাঙ্ক—১ • 3 ১। বোলে চালে –কথায় ও কৌশলে । এড়ায়ির্তে—ছাড়াইতে, অতিক্রম করিতে। ~~• ৩ । পুরুব—প্র পুরুব্বং । পাসরিলি—vপাসর (বিসর)। জুলিলে, বিস্মৃত হইলে । ৪ । তোত—তোমার সহিত । ২ । পরসও —ম্পর্শ করিতেছি । ভূমি छूद्देञ i ইত্যাদি—মাটি ছুইয়া কানে হাত দেওয়া, শপথকালীন অনুষ্ঠানভেদ। তেতি—তোমার। গেআন—জ্ঞান।