পৃ” ১০৯ ] ভাষা-টীকা 6::ጫ نه• دـس*g:%tه ৩। এত কাল আসি ইত্যাদি—গোপকুমারী আমরা, এত কাল যাওয়া আসা করি, ইত্যাদি। কতোহো—কখনও। মর-গোল্লায় যাও, অধঃপাতে যাও। সলী—শল্য, শল্য-বেধনজনিত বেদন । ৪। ভঅ —হইয়া । পুত—শৌরসেনী পুত্ত । -سmgmsgaص=s ১। ভূপহর—দ্ধিপ্রহর। বেলে--বেলায়, সময়ে। তো-কৃত্তিবাসী উত্তরাকাণ্ডে । বাই—বায়ুজনিত পীড়া, উন্মাদ । তিরি—গাথা ইন্ত্রি । স্ত্রীলোক । ২ । ভোখ—প্রা- ‘ভুক্খা । পশ্চিম রাঢ় ও কামতাবিহারে “ভুক’, ‘ভোক’, ‘ভোখ’ । কৃত্তিবাসী উত্তরাকাণ্ডে,— আৰ্ত্তনাদ করি পাপী কান্দে ভোক শোষে । বুভুক্ষ, ক্ষুধা। শোষ—তৃষ্ণ পাও—পান করি। দরিশনে— দর্শনের নিমিত্ত । চাহিঅ —অন্বেষণ করিয়া। ঘরক মন ন জাএ— ঘরে মন বসে ন! } هده د بسـع:tلأع ৩। সপন—স্বপ্ন। নদীকের—ষষ্ঠীর উত্তর ‘কের তথা কর’ প্রত্যয়, প্রাণ সম্বন্ধবাচক ‘কেরক’ শব্দেরই রূপভেদ । বিদ্যাপতিতে,— সদা বসথি জমুনাক তীর । * 'পরজুবতীকের হরথি চীর । কে জান পুরুবকের পাপ । গুণরাজ খানকৃত শ্ৰীকৃষ্ণবিজয়ে,— দেখিয়া রাম দামোদর বৎসকের সঙ্গে । দ্বিজ দয়ারামকৃত লঙ্কাকাণ্ডে,— কুৰ্ম্মরূপ বিশ্বকের ত্রাত। শূন্তপুরাণে,— রূপাকর পটিএ বেসাতির বৈসএ হাট।
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৬১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।