পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৬২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q○8 শ্ৰীকৃষ্ণকীর্তন [ गांन५७ চণ্ডীদাসের প্রচলিত পদে,— কামু রূপের নিছনি নিছিয়া দিহ্ল কুলে । পীরিতী লাগিয়া দিমু পরাণ নিছনি । নিছিয়া লয়েছি তার কুল শীল জাতি । শুষ্ঠপুরাণে,— শতেক হাথ নেতে কৈল ঘোড়ার নিছনি । পণ্ডিতে বেদ গান নিছিয়া পেলেন পান হুলুই পড়এ ঘনে ঘন । কৃত্তিবাসের উত্তরাকাণ্ডে, পায়ে দধি দিল শিরে চুব্বাধীন। মাথায় নিছিএও পেলেন শত শত পান ॥ চৈতন্যভাগবতে,— আপাদ মস্তক তৃণে নিছিয়া লইয়া । নিজ শিরে থুই নাচে ভ্ৰকুটী করিয়া ॥ ( মধ্য” ৮ম অ” } বিবাহকালীন বরণ, স্ত্রাআচার প্রভৃতির একটা প্রধান অঙ্গ ‘নিছন' বা "নিছনি । উহার মৌলিক অর্থ অমঙ্গল মুছিয়া দূরে নিক্ষেপ করণ; স” প্রতিরূপ নিৰ্ম্মঞ্ছন । বালাহ । থাকু—থাকুক । ৪ । সেহো পথে-সে পথেও ৷ তেীর মোর ইত্যাদি— তোমায় আমায় মিলিয়া তাহার সাজা দিব । श्रृंछैॉझ-s२> ৭। এথ সি—এইখানেই। বাদিআর সাপ-সাপুড়ের সাপ বিষদাত-ভাঙ্গা ও নিস্তেজ । সাপ—প্রা” “সপ্ল’ । ৮ । মোতে—আমার । ৯। দারুণ—ফশীল। ছুরিত—কলুষিত। যাইউ—াই।