পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৬২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৃ” ১২২ ] ভাষা-টীকা ( రి(t ১১ । লাগ-সঙ্গ, সামীপ । ১৩ । যে বুধি এড়ায়িএ—যে উপায়ে অব্যাহতি পাইতে পারি। ১ । উমত—একগুয়ে, স্বেচ্ছাশীল। এড়ায়িবারে কৈল ইত্যাদি—অব্যাহতি পাইবার নিমিত্ত বড়াই এত রকম করিল ; কিন্তু স্বেচ্ছশীল কানাইর তা’র একটাও মনের মত হইল না । to: *jछैॉक-3२२ আহ্মা সমে সুরতি ইত্যাদি—আমার সহিত কানাইর রতিকেলি একান্ত অযুক্ত । মাণিক দ্বারা হীরক ভেদের কথা কে কোথায় বিশ্বাস করে ? বিন্ধে-বিদ্ধ করে, ভেদ করে। ২ । হোতিত—হইতে ; ‘জব পিংজর হুতি ছুট পরেবা" এবং “পণ্ডিত হতে পরই নহি ধোথা, বাকান্তর্গত হু তি ও হু তে শস্ব তুল”। চারীত— চরিত্র, আচরণ । -. ৩ । পুছে--জিজ্ঞাসা করে। ’ ৪ । পড়িহাসে—প্রতিভাসিত হয়, প্রতিভাত হয়। হেন পড়ি হাসে কাহ্নাঞি ইত্যাদি—কানাই, তোমার কি মনে হয়, আমার মত কিশোরীর পক্ষে বিদগ্ধ নন্দনন্দন যোগ্য পাত্র ? প্রতি—পক্ষে । মাকড়ের যোগ্য ইত্যাদি—তুল”— বানর কণ্ঠে কি মোতিম মাল ॥—( বিভাপতি ) বাসলী গতী-ভুল” “কাণেলা মাত । ১ । মতিমোহে—মনোভ্রাস্তি তেতু ; ‘মতিমোধে’ শব্দ তুল”। বিছোহে—বিদ্যাপতিতে,— বিছোহ বিকল ভেল দুস্থক পরান । মালিক মহম্মদরুত পদুমাবতিতে,— তউ লহি সোগ বিছোহ কর ভোজন পরান পেট । ( তাবৎ বিরহ শোক, যাবৎ উদর পূর্ণ না হয় । )