পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৬২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৩৬ শ্ৰীকৃষ্ণকীর্তন [नांन६७ “বিছোহ’ শব্দের মৌলিক অর্থ বিচ্ছেদ, বিরহ। এখানে একাস্তে বা একাকী। কাকুতি-কাকুক্তি, কাতর প্রার্থনা। অন্তরে-স্তামাদাসকৃত মীনচেতনে,— নাচিয়া গাহিয়া থাঅ কিসের অন্তর। হেন বাক্য বল ভুমি কিসের অন্তর। নিমিত্ত । কাপড়-মাগধী ‘কপ্পড়এ ( কপটক: ) । পিন্ধে—পরিধান করে। शृंछैॉक-०२७ ২। জিআআ—জীয়াও, জীবন দান কর ৪। কিবা-কিম্বা। ১ । সতত্তর—স্বেচ্ছাচারের কথা । দ্রুতর-প্রা ছত্তর (হ্রস্তর ) । বিপদ। কাঢ়ায়িলি বাট-পথ ধরিলি । কাঢ়ায়িলি—বাহির করিলি । ইসহ-প্ৰা” । দুর্গম। আরণ—প্রা" ‘রং । অয়ন । ミ কোণ—কোন, কি । ॐांश-४२8 ছিণ্ডিবেক—ছিড়িবে, ছিন্ন করবে । ৩। মিছে ছাচে—মিথ্যা ছাদে অর্থাৎ ছল কলায়। ৪ । পুণি-প্রা” ‘পুণ’, ‘পুণ’ । পুনঃ। ছিতে—আছিতে, থাকিতে। যেহি-যেই, যাহা বা যেরূপ। সেহি—সেই, তাহ বা সেইরূপ। মদীয়মানসোল্লাসি ইত্যাদি—বেশ বলিয়াছ রাধে ! শুনিয়া আমার মন উল্লসিত হইতেছে। এস, স্মরযাতনা হইতে উদ্ধার কর,-কি যে যাতনা, তাহা ব্যক্ত করিতে পারিতেছি না, সব কথা প্রকাশ করা যায় না।