পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৬৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©©Ꮼ শ্ৰীকৃষ্ণকীর্তন { নেীকাথও a » د-ft ১ । লৈলে –লইলে । ৪ । নৈলে –লইলে । ১। মৃগমদ—কস্তরিক হইতে প্রস্তুত অনুলেপন-ভেদ । তহিত— ক• ম’তে “তছিং’ ; প্রা” পৈ-এ তিহি’, ’ত’ বিভক্তি-চিহ্ন। তত্র, তাহাতে । মৃগমদ কুচযুগ ইত্যাদি—মৃগমদ রসে বিলেপিত তোমার কুচযুগল গগনমণ্ডলসদৃশ । উহাতে মুক্তাহার তারকানিকরের এবং নখাঙ্ক শশাঙ্কের শোভা ধারণ করিয়াছে। উহা দেখিয়া আমি বিমুগ্ধ হইলাম। জয়দেবে,— ঘটযুতি মুঘনে কুচযুগগগনে মৃগমদরুচিরুষিতে । মণিসরমমলং তারকপটলং নখপদশশিভূষিতে ॥— গীত", ৭ম সৰ্গ ) श्रृंछैोक-००० তিখ-প্রা” ‘তিকৃখ’ । তীক্ষ । নখ রেখ-—নখাঘাত-চিহ্ন ১ । সজন-সজ্জন । eه د-چgétه ২। সংঘট—সঙ্ঘট, বিবাদ। তিরীত—'ত ষষ্ঠীর অর্থে প্রযুক্ত। স্ত্রীলোকের। মুনি ষট—মুনিশাঠ্য, জ্ঞানী বা মেনীর ভাণ; (শাস্ত্রাদির উল্লেখ করিয়া ) প্রতারণা প্রভৃতি। প্রাকৃতে সৰ্ব্বত্র ‘শ’ ও ‘ঘ’ স্থানে ‘স’ এবং মাগধী ভাষায় ‘ষ’ ও ‘স’ স্থানে ‘শ’ হয়। ‘মুনি ষট’ শব্দের এই ‘য’কার সম্ভবতঃ লিপিকরপ্রমাদ । বৌদ্ধ-চৰ্য্যাপদে ‘শ’ ও ‘স’ স্থানে ষকারের প্রয়োগ বিরল নছে ।