পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৬৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ዓ © শ্ৰীকৃষ্ণকীর্তন { ভারথও ১। পেলাইব—ফেলিবে। বহুমূল—বহুমূল্য। ছারখার— নষ্ট-ভ্রষ্ট । এহে—বিষাদাদিসূচক অব্যয় । ২ । বিথর করী—অনেক ক’রে, বহু আয়াসে । সজাইলে – সাজাইলাম ।

  • t卒ー>ss

সজ-সজ্জা বা সজ্জিত। হউ—হয় । ৩। তাহাত—“ত’ যষ্ঠীর অর্থে প্রযুক্ত ! ৪ । সাজিতে—সজ্জিত করিতে । তেএ—তাঙ্গ দ্বার । রাধকবচসা ইত্যাদি--রাধিকার কথায় ভার বহনের নিমিত্ত বৃদ্ধ কর্তৃক পুনঃ পুন অমুরুদ্ধ হইয়। রুষ্ট মধুসুদন বলিলেন । ১ । আীক্ষার বচনে ইত্যাদি--অর্ণমার কথায় চন্দ্রাবলী রাধাকে বল’ । বহিব-বহন করিবে । পাতা—পাতিয়, বস্তার করিয়া । £फुिल- ত্যাগ করিলাম । পুষ্টাঙ্ক ১৮০ ২ । ততেকে—তাবৎ পরিমাণে স্বাল—ধার-শোধ । ৩। আণিলেহেঁ—’হেঁ বাক্যালঙ্কারে । হাথ দিতে ইত্যাদি— হাত দিতে কালি লগে অর্থাৎ সংস্পর্শে আসিলে কলঙ্ক রটে । লিছে—লিপ্ত হয়। কলিঅ'1– কালি, কলঙ্ক । যাক বোল ইত্যাদি—যা”কে কথায় অাটিয়া উঠিতে পারি না । ৪ । এবে হো—এখনও । নিশম্য রাধিকবাক্যমৃ ইত্যাদি-বৃদ্ধ কর্তৃক কথিত রাধিকার বাক্য শ্রবণ করিয়া শ্ৰীকৃষ্ণ সতৃষ্ণভাবে রসসাধিক রাধিকাকে বলিলেন ।