পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৬৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৭৬ শ্ৰীকৃষ্ণকীর্তন [ ছত্রখণ্ড মাধব কন্দলিকৃত অরণ্যকাণ্ডে,— হেনয় সম্ভেদ কহি ইন্দ্রদের স্বৰ্গক চলি গৈলন্ত । শঙ্করদেবকৃত উত্তরাকাণ্ডে,— বিভীষণে কহিলেক সকল সম্ভেদ । সংযোগ, মিলন ; ( এখানে ) অবস্থা । যেহেন সম্ভেদ হএ ইত্যাদি— অবস্থার অনুরূপ ব্যবস্থা করিতে হয় । ৪ । এখনে আরতী ইত্যাদি।--আৰ্ত্তিতে এখন কোন ফল হইবে না। অধুনা ন বিধাতব্যং ইত্যাদি—রাধে, যদি তুমি এক্ষণে আমার মনোহিত না করিবে, তবে অবিলম্বে বহুবিধ দান দাও । ১। হাটে দান দেহ ইত্যাদি-ঠেটা দানে কেন দই ছধ বেচিবে ? এই পথকর ব্যতীত হাট-দীন দাও ! বহাঁ—বই, ব্যতীত । ঠেঠা— নির্লজ্জ । ৩। বীজ—ব্যাজ, শুস্ক ! ته د -- چf&#ه ৫ । পরচর-প্রচুর । করে –অপর দুইটি রূপ,"করওঁ’, ‘করঙ । ভাবন—লীলা, নাগরীপনা । ৬। ভিন দান দিবো ইত্যাদি—পথকর দিব, এ ছাড়া আবার এই দই দুধের উপর পৃথক্ দান দিব,—কি আর কি ! ভিন-ভিন্ন । ৭ । লিখন পাট ইত্যাদি—শুল্কপঞ্জীর আদর্শে পট লিখিত। পাট—মাগধী পট্টএ’ । কাষ্ঠ বা ধাতুফলকে লিখিত নিয়োগ-পত্র। So I ঘুসসি—ঘোষণা করিতেছ । নারিক—স্ত্রীলোককে । ১১। শতেক-শতৈক, এক শত । ১২ । লাভে মূলে ইত্যাদি—তোমার দান দিতে লাভে মূলে অর্থে কুলীয় না। নাটে—অাটে না, পৰ্য্যাপ্ত হয় না ।