পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৬৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

જૂ” ૨ •8 ] ভাসা-টীকা 6 b- ) ১। তোর রতি আশোআশে ইত্যাদি—পদটি জয়দেবের রতিসুখ-সারে গতমভিসারে মদন-মনোহর-বেশমূ’ এই সুপরিচিত পদের উৎকৃষ্ট অনুকরণ । আশেfআশে —আশ্বাসে । তোহ্মণর শঙ্কেত ইত্যাদি— তুল”— তুয়া নিজ নাম শ্রাম করি সঙ্কেত বাজায় মুরলী মৃদুভাযে । বাজাএ-বাদিত করিতেছেন । কালিনী—কালিন্দী, যমুনা। ২ । তোর তন্মগত রেণু ইত্যাদি—তুল”— তুয়া তনু পরশি ধুলিরেণু উড়ত তারে পুন পুনহি প্ৰশংসে —( গিরিধর দাস ) তাহাকো—তাহাকেও । পাত—প্রাণ পত্ত’ । পত্র। 3‘ e ج--*t%:% ৫ । মানী—অভিমানী । অণযুগত—অযুক্ত। অথভিমন্ত্যজননী ইত্যাদি—অতঃপর অভিমমু্যজননী ( রাধাকে ) মথুরাগমনের অনুমতি দিলেন এবং রসালসমন রাধ গমন করিলেন। शृष्ठेtश--२० 8 ৩। ফুটিলছে—প্রস্ফুটিত হয়ছে। পিন্ধি-পরিধান করিয়া। করিউ—ফর । ১ । সুবুধী—সুচতুরা। r ২ . কাহাকো-কাহাকেও । এখে—একটি। হাট,আহাটে যাহারা বেচা-কেন করিতে যায়।