পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৬৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণকীৰ্ত্তন [ বৃন্দাবনথগু سbسtb) বংশীদাসের পদ্মাপুরাণে,— কুচুনী পাগল কর সিঙ্গা ডস্তুর বায়া । বাদন করিয়া । ২। কুশক্ষেত্ৰ—গঙ্গাবতারতীর্থ ( )। পূক্ষর–ব্রহ্মার প্রতিষ্ঠিত পুষ্কর নামক পুণ্যতাৰ্থ, আজমীরের নিকট অধুনা পোকর নামে খ্যাত । সিনান-প্রা স-এ সিণাণ ; শূ পু প্রভৃতিতে "সিনান । শব্দটি রাঢ়ের পশ্চিম প্রান্তে অদ্যাপি প্রচলিত। স্নান । অঃ মহাসিধী— অণিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, মহিমা, ঈশিত্ব, বশিত্ব, কামবশায়িত্ব এই অষ্টবিধ সিদ্ধি । নিধি–পদ্ম, মহাপদ্ম, মৎস্ত, কুৰ্ম্ম, উদক, নাল, মুকুন্দ ও শখ এই আট প্রকার নিধি । ৩। কেদার-চিমালয়ের অন্তর্গত মন্দাকিনী-তটে প্রতিষ্ঠিত মহাদেব । বদরী-বদরকাশ্ৰম বা ব্যাসতীর্থ, কুমায়ুন প্রদেশের অন্তর্গত অলকাননা নদীতটে। বটেশ্বর-কাশ্মীরস্থিত লিঙ্গতার্থ। श्रृं8ांश-२s७ গঙ্গা সঙ্গত সাগরে—সাগর-সঙ্গমে । যা-যাহাকে ৪। রোষিলি—রুষ্ট । ১। রাঙ্ক—রস্ক, দরিদ্র । তেন—“তেহ’, ‘তেছেন শব তুল" । তেমন। "1—গ্রা” মিলিঅ’ । ‘মেলি’ শব্দের টীকা দ্রষ্টব্য (পৃ. ৪৯২ )। কি রঞ্জসি ইত্যাদি—আমার কি মুখোজ্জল করিতেছ ? অথবা—আমার কি মুখোজ্জল(ই) না করিতেছ! রঞ্জসি-রঞ্জিত করিতেছিল। ভুঞ্জেী—ভোগ করি। ২। আইলাহা—‘আছিলাহা শক তুল’। আসিলে। নেহ-সিদ্ধ হে’ ৮২।৭৭, ৮।২।১• স্বত্রের টীকা ।