পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

lo/۰ শ্ৰীকৃষ্ণকীৰ্ত্তন পুথির লিপিকাল কীৰ্ত্তনে”র “থ"এর আকার কেন্থি,জ বিশ্ববিদ্যালয়ের রক্ষিত পঞ্চাকার গ্রন্থে ব্যবহৃত আকার অপেক্ষা অর্বাচীনশ । যথা—“জগন্নাথ* ৪।১।৭। ই। দুই প্রকারের "দ" আছে। প্রথম প্রকারের “দ” প্রাচীন। ইহা অনেকটা বুদ্ধগয়ায় আবিষ্কৃত ৭৪ লক্ষ্মণ সংবতে উৎকীর্ণ অশোকচপ্পদেবের শিলালিপিতে ব্যবহৃত আকারের ন্যায়, “দেবে° ৩,১২, “দিল” ৩১৫ । দ্বিতীয় প্রকারের "দ" আধুনিক, এই আকারের "দ" ৫১ লক্ষ্মণ সংবতে উৎকীর্ণ বুদ্ধগয়ায় আবিষ্কৃত অশোকচপ্পদেবের শিলালিপির দ্যায়, “দণ্ডকঃ” ৩১২। ঈ। “ধ” প্রায় বর্তমান আকার ধারণ করিয়াছে। তবে ইহার বামভাগে এখনও কোণ দেখা দেয় নাই, এই আকার ৭৪ লক্ষ্মণ সংবতে উৎকীর্ণ, বুদ্ধগয়ায় আবিস্কৃত অশোকচলদেবের শিলালিপিতে দেখিতে পাওয়া যায়। શ–“સન” 하>1 : & প-বর্গ ge অ ! “কৃষ্ণকীর্তনে” তিন প্রকারের “প” দেখিতে পাওয়া যায়। ইহার মধ্যে এক প্রকার আকারে আধুনিক ও অপর দুই প্রকার পরিবর্তন যুগের। লক্ষ্মণসেন,৪ বিশ্বরূপসেন ও কেশবসেনেরও তাম্রশাসনে ‘প”এর যে আকার দেখিতে পাওয়া যায়, তাহ প্রাচীন, অথচ লক্ষ্মণসেনের তৃতীয় রাজ্যাঙ্কে প্রতিষ্ঠিত ঢাকায় আবিষ্কৃত চণ্ডীমূৰ্ত্তির পাদপীঠের লিপিতে এবং বুদ্ধগয়ায় আবিষ্কৃত ৫১ ও ৭৪ লক্ষ্মণ সংবৎসরের লিপিতে আধুনিক আকার দেখিতে পাওয়া যায়। কিন্তু প্রাচীন ও আধুনিক আকারের মধ্যবৰ্ত্তী পরিবর্তনযুগের আকার ( Transitioual form ) ®taf« C<£fag f^|«itfcif* <i vtjশাসনে ব্যবহৃত হইয়াছে বলিয়া বোধ হয় না। “কৃষ্ণকীৰ্ত্তনে” পরিবর্তন-যুগের ষে দুইটি আকার দেখিতে পাওয়া যায়, তাহাতে অক্ষরের বামভাগ প্রাচীন 2 Indische Palaeographie, Tafel vi, Col. X. 51. R Epigraphia Indica, Vol. xii, p. 5o. el Ibid, p. 29. 8 Ibid pp. 8–10. journal of the Asiatic Society of Bengal, 1890, pt. 1. p. 9, line 1. ibid, (new Serics), Vol. X, pp. 99-104. lbid, Vol. IX, p. 29o, pl. XXlV.