পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৬৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&సి 8 শ্ৰীকৃষ্ণকীর্তন [ বৃন্দাবনখও ১ । তোহ্মারে কে ইত্যাদি—তোমায় কথাতে কে আঁটিয়া উঠিবে ? हुँ-२२१ ২। নিজ পতি না ইত্যাদি—আপন পতিকে উপেক্ষা করিলাম, তোমার মুখ তাকাইয়া রহিলাম, শাশুড়ী ননদের গালি সহ করিলাম । চাহিলো-চাহিলাম। উপেখিলো- উৰ্দ্ধদৃষ্টি হইয়া রছিলাম । উপেথিঅ’ শব্দের টীকা দ্রষ্টব্য (পৃ ৪০৭ )। ৩ । তাক নাহি ইত্যাদি –তাহার প্রকার-ভেদ নাই । ঘরম—জন্ম । বড় মানে ইত্যাদি—তিল পরিমাণ অর্থাৎ অতি সামান্ত উপকার বড় করিয়া মানে । ‘তিন উপকার’ লিপিকর-প্রমাদ। উপরে ‘তিনাঞ্জলী’ শব্দেও ঐরূপ ল-কার স্থানে ন-কার হইয়াছে ( পংক্তি ৭ ) । श्रृंछेiझ-२२४ তভো কি ইত্যাদি—তথাপি কি মালতীকে ভুলে ? পাসরে— vবিসর, (স’ বি-V" ), বিস্মরণে । বিস্কৃত হয় । ২ । এ তোর নব ••• ... ... আহ্মার পরাণে-রাধে, তোমার এই নব যৌবনের স্বষমা অহরহ আমার মনে জাগিতেছে । তাঁহাতে আবার তোমার সহিত রমণেচ্ছ প্রবল হইয়া আমার হৃদয়কে অতিমাত্রায় কর্ষণ করিতেছে। জাগ—জাগে । খেতি করে—কর্ষণ করে, পীড়িঙ্গ করে । ৩। ঝরে—প্রা” বুরই। কাদে, অশ্রু বর্ষণ করে। ৪। বৈশে1—বসি, উপবেশন করি । কষ্ণস্ত প্রেমবচসা ইত্যাদি—অমুরাগবতী শ্ৰীমতী রাধিক কুসুম-বাণে বিদ্ধ হইয়া অতি সত্বর শ্ৰীকৃষ্ণের প্রেমবাক্যে বশীভূত হইলেন। ১ । সভাব-পা” । স্বভাব । এআ—মুরের মাত্রা।