পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৬৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:ভাষা-টীকা Q & Go [ هم د °gه જૂછેઃ–૨૨ય ১ । আলি হের ••• ••• করিহ আনে—ওহে প্রাণের কানাই, cजॉमtद्भ চরণে আমার এই নিবেদন, অপরকে আমার সহিত সমান করিও না ( অথবা আমার সহিত অন্তরূপ আচরণ করিও না ) । ২ । গাস্থিল—গ্রথিত করিল। তোর বোল ইত্যাদি—তোমার কথার অন্তর্থীচরণ করিব না । ৩। বিধি কৈল তোর ইত্যাদি—বিধাতা প্রেমের বাধনে তোমায় আমায় এক-প্রাণ, এক-দেহ করিয়া নিৰ্ম্মাণ করিল । প্রাচীন কবির গানে,— তোমাতে আমাতে একই কায়৷ আমি দেহ প্রাণ তুমি লো ছায়া আমি মহাপ্রাণী তুমি লে। মায়। মনে মনে ভেবে দেখ আপনি । ৪ । বৈশ—প্রাণ উবইস’ ( উপবিশ ) । ১। সিনায়িল—স্নান করিল পৃষ্ঠাঙ্ক-২৩০ ৩ । পোআগল—বিদ্যাপতিতে,— জিনি বিস্ব অধর পবারে । ‘পোআর’ শব্দের টীকা দ্রষ্টব্য ( পৃ” ৪২২ ) । পল, প্রবাল । বৃন্দাবনপণ্ডের টীকা সম্পূর্ণ।