পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণকীর্তন পুথির লিপিকাল ه/رع আকারের দ্যায় অক্ষরের দক্ষিণভাগে যুক্ত না হইয়া মাত্রায়?:যুক্ত হইয়াছে । প্রথম প্রকারে বামদিকের রেখা সরল, “রূপে”, ৩১৪ ; দ্বিতীয় প্রকারে এই রেখা বক্র, “পাতিল”, ৩১।৩। আধুনিক আকার বহু স্থানে দেখিতে পাওয়া যায়, “পাছে”, ৭২২৷২ । আ । “ফ”র প্রাচীন আকারই দেখিতে পাওয়া যায়। ইছাতে বাম ভাগ দক্ষিণ ভাগের নিম্নে যুক্ত না হইয়া কিঞ্চিৎ উদ্ধে আসিয়া মিশিয়াছে। *আকারে* ৪৬২।৪। “w - ફેં “ব” ও “ম” খুষ্টীয় দ্বাদশ শতাব্দী হইতে আধুনিক আকার ধারণ করিয়াছে। “কৃষ্ণকীর্তনে” હરે অক্ষরের কোনও আধুনিক আকার দেখিতে পাওয়া যায় না । ঈ। “ভ"এর আকার প্রাচীন। এই আকারের “ভ” বুদ্ধগয়ায় আবিষ্কৃত ৫১ ও ৭৪ লক্ষ্মণ সংবৎসরের শিলালিপিতে দেখিতে পাওয়া যায়। “ভঙ্গ* હમરી છે, “ੋਣਾ ৩২২, “ভেকের” ৩১৮ । ৬ । অন্তঃস্থ বর্ণ অ। “য”র আকার প্রাচীন। ইহার নিম্ন ভাগ “খ”, “গ” ও “ফ-এর দ্যায়, “যম” ৩২'৫ । আ । কোন কোন স্থানে "র"এর মধ্যস্থলে একটি সরল রেখা আছে, -চিন্তির” વા; ই। “ল”র আকার প্রাচীন। বিজয়সেনের শিলালিপিতে১ এবং ৫১ ও ৭৪ লক্ষ্মণ সংবৎসরে উৎকীর্ণ শিলালিপিদ্বয়ে এই আকার দেখিতে পাওয়া যায়। ঈ । সৰ্ব্বত্র একই আকারের “ব” দেখিতে পাওয়া যায়। ৭ । উষ্মবর্ণ অ। “খ”, “ষ" ও "স"র আধুনিক আকারই দেখিতে পাওয়া যায়। আ। “হ” সৰ্ব্বত্র আধুনিক আকারের, কেবল এক স্থানে ইহার একটি • নূতন আকার দেখিতে পাওয়া যায়,—“বহায়িণো ২,২২২ । তবে ইহা লিপি করপ্রমাদ হইলেও হইতে পারে। , , Indische Palaeographie, Tafel V. Col. xviii. 37.