এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
হারখণ্ড পৃষ্ঠাঙ্ক—২৬৩ ১ । তথিত—“ত ষষ্ঠীর অর্থে প্রযুক্ত । তাহার। ভুল –‘নানা বল্পর পার্থী আছি তথির উপর’ (শূ পু” ) । शृछैॉक-२७४ রাধাবচনমাচম্য ইত্যাদি—রাধার বাক্য শ্রবণ করিয়া সাতিশয় ভয়বিহবলা যশোদা রুষ্টভাবে নির্জনে কেশবকে বলিলেন । ১ । বসে1–বাস করি । তোহ্মাতে লাগিআর্ণ ইত্যাদি—তোমার জন্ত সকলের কথা কত সহিব ? সহিবো—সহ করিব । ২। নিষধিএ—নিষেধ করি । ৪ । মাআ বাপত—“ত’ পঞ্চমীর অর্থে প্রযুক্ত। পৃষ্ঠাস্ক—২৬৭ নেবারত—“ত’ অনুরোধ-বাক্যের মৃত্নতা সম্পাদনার্থে। নিবারণ কর । নিশম্য জননীবাচমু ইত্যাদি—জননীর (তিরস্কার)-বাক্য শ্রবণ করিয়া শ্ৰীকৃষ্ণ কাদিতে কঁাদিতে বিগত-সম্পদ রাধাপ্রমুখ গোপীগণের দোষ নিবেদন করিলেন ।