পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I & I হইতে লক্ষ্মণ সেন, কোন ব্যক্তিরই আবির্ভাব-তিরোভাবের বংসর-তারিখ নিঃসংশয়ে নির্দিষ্ট হয় নাই—পণ্ডিতেরা কেবলই মাথা খুঁড়িতেছেন ও কথা কাটকাটি করিতেছেন। চণ্ডীদাস ত দূরের কথা । সে কালের বাঙ্গাল গ্রন্থের রচয়িত দের কেহ গ্ৰন্থশেষে আপনার বংশপরিচয় দিতেন, কেহ বা দয়া করিয়৷ রচনার কালটা দিবারও চেষ্টা করিতেন । যিনি পুথি নকল করিতেন, তিনিও গ্রন্থশেষে আপনার নাম-ধান ও নকল করিবার তারিখ দিতেন । কিন্তু আমাদের এমনই ভাগ্য-দোষ যে, পুরাণ পুথির শেষের দিক্‌টাই হয় ত খণ্ডিত হইয় পড়ে, অথবা শেষ পাতাট বর্তমান থাকিলেও বাঙ্গীলা দেশের পোকা ঠিকৃ তারিথের ‘অঙ্কটাই পছন্দ করিয়া কাটিয়া ফেলে। কোন কোন গ্রন্থকার গ্রন্থ-পরিচয় দিতে গিয়া রচুনার বার, তিথি, নক্ষত্র, অতি স্বস্ব ভাবে নির্দেশ করেন, কেবল বৎসরট নির্দেশ করিতে ভুলিয়া যান। চণ্ডীদাসের কৃষ্ণকীৰ্ত্তন গ্রন্থ এত দিন লুপ্ত ছিল, এত কালে ব্যক্ত হইল বটে, কিন্তু শেষ দিকে খণ্ডিত হইয়া দেখা निंन কাজেই পুথিঃ মধ্যে উহার কালনির্ণয় হইল না। চণ্ডীদাসের কোন পরিচয় গ্রস্থশেষে ছিল f“ಗ, জানা গেল না ; হয়ত ছিল না। কিন্তু পুথিখান কে কবে নকল করিয়াছেন, তাহার পরিচয় হয় ত ছিল । কিন্তু তাহাও লুপ্ত থাকিল, ব্যক্ত হইল না। এখন পুথির হরফ দেখিয়া পণ্ডিতেরা তর্কবিতর্ক করুন। এমন বাথtলদাস বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বিশেষজ্ঞ ; তিনি এ বিষয়ে আলোচনা করিয়াছেন ; তাহার আলোচনা পাঠকের এই গ্রন্থের ভূমিকায় দেখিবেন । তিনি বলেন—এই পুথিখানিই সম্ভবতঃ প্রাচীনতম বাঙ্গালা হরপের পুথি— উহার চেয়ে পুরাণ পুথি এ পর্য্যস্ত আবিস্কৃত হয় নাই। হরপ দেখিয়া তিনি অমুমান করেন, পুথির তারিখ খুষ্টীয় চতুৰ্দ্দশ শতাব্দী হইতে পারে—সম্ভবতঃ 'ঐ শতাব্দীর প্রথম ভাগেই হইতে পারে। তাহাই যদি হয়, তাহ হইলে পুথিখানি হয় ত চণ্ডীদাসের সমসাময়িক ;–কেন না, চণ্ডীদাসের আবির্ভাবকালকে উছার আগে টানিয়া লওয়া চলে না । এই পুথি চণ্ডীদাসের স্বহুস্তলিখিত হইতেও পারে, এইরূপ কল্পনাতেও আনন্দ পাওয়া যাইবে । চণ্ডীদাসের নিজের হাতে লেখা না হইলেও তিনি জীবিত থাকিতেই তাহার সমসাময়িক লোকের হাতে শেখ হইতে পারে। বাঙ্গালী হরপের উৎপত্তি ও পরিণতি বিচার যে সকল পণ্ডিতে ব্যবসায়, এই পুথিখানি তাহারণ সমাদরে গ্রহণ করিবেন।