পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৭০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\b>8 শ্ৰীকৃষ্ণকীর্তন { বালখও ২। হও—অপ” ‘হবিআউং ; প্রা” ছবিঅম্হি’ (ভূতোহস্মি ) । শঙ্কর দেবকৃত উত্তরাকাণ্ডে,-- হও যেবে আমি পতিব্ৰতা নিরঙ্কুশ । চৈতন্তভাগবতে,— লীলা কর মুঞি যেন ভূত্য হঙ তথা –( আদি°, ৮ম অ” ) মাধব কনালিকৃত সুন্দরাকাণ্ডে,— রাক্ষস নোহোও আই হোও রামদূত । হই। মোর বুধী ইত্যাদি-বোধ হয় ‘মোর বুধী তো রাখ উ মতী’ পাঠ হইবে। কাহ্নাঞি হও মো ইত্যাদি—কানাই, আমি জাতিতে গোআল, কত বুদ্ধি হইবে ? কিন্তু আমি যতখানি বুদ্ধি রাখি, তুমিও ততথানিই রাথ। উ—ও, সে । છૂટ્ટાફ-૨૧૭ ৩। রাধা মাথাত ইত্যাদি—অল্পবুদ্ধি বলায় রাধা রুষ্ট হইলেন। সাস্তুনা করিবার অভিপ্রায়ে শ্রীকৃষ্ণ বলিতেছেন,—তোমার মাথার ফুল অতি সুন্দর, লাখ টাকাতেও মিলে না। লাখেক—লক্ষৈক । 8 | তুতাঁ— স্তুতি । তাত না হত্যাদি --তা’তে আমার মন মজে না, স্তোক-বাক্যে আমি ভুলি না । ৮। নিবারে –নিবারণ করিতেছি । ৯। সাধিবে1—সাধন করিব ; প্রতিষ্ঠিত করিব। মাণে—ক” ম” তে ‘মাণ’ ; একার বিভক্তি-চিহ্ন। সন্ত্রম, গৌরব । ১০ । আজি বোলসি ইত্যাদি--অt’জ ( আপনাকে ) ক্ষুদ্র বীর বলিতেছিস । ১১। হরিলো—হরণ করিলাম। শরীরে—‘এ’ পঞ্চমীর অর্থে প্রযুক্ত । s ১২ । তিরীবধিঅী-স্ত্রীহত্যাকারী ।