পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৭০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शृ” २१४ } ভাষা-টীকা や >む ১৩। মারস্তাক—বধযোগ্য, বধার্হ, ‘ক’ বিভক্তিচিহ্ন। গীতরে— প্রা” “পিতরা’, ‘পিঅর’ ( পিতর: ) শব্দ তুল’ । পিতৃগণ । ১৪। পাপিআ—পাপিষ্ঠ। পৃষ্ঠাঙ্ক—২৭৭ ২। দশ চারি বরিষের—চৌদ্দ বৎসরের। অযোগ--অযোগ্য। কাটারত ভর করী-মাধব কন্দলিকৃত অযোধ্যাকাণ্ডে,— নুহি আজি কাটারত করিবোহেঁ ভর। কাটারির উপর পড়িয়া বা শয়ন করিয়া । তুল’ ‘শালে ভর করা’। কাটার— ‘কট্টার” শব্দেরই রূপভেদ। ৩ ; নাদে –দিস না, দিও না। ৪ । টান-বেগ। জাণিঅ --প্রা” ‘জাণিঅ" (জ্ঞাত্বা)। পূরিবে1– পুর্ণ করিব । ৫। গরঞ্জালী-গর্জন শব্দের উত্তর আগ প্রত্যয় করিয়া ‘গরঞ্জাল' এবং স্ত্রীলিঙ্গে গ র প্রা লী হইতে পারে । কলহপ্রিয় লোক ধরম-- লোক-ব্যবহার ও ধৰ্ম্ম । 5:-Հհtr ১ । গুআ পান-পূৰ্ব্বে আমন্ত্রণাদিতে ‘গুআ পান’ (পান সুপারি ) প্রেরণের প্রথা ছিল। রাখউ—রাখুক, রক্ষা করুক । ১ । শরণ সাম্বাহ– শরণ লও। সাম্বাহ-প্রবেশ কর ; ভুল তুরঙ্গ মহিষ ষে সাম্ভাহ এক স্থানে (ক' ক' চ)। ৩। আশমান—অসম্মান । আবসি —অবশু (য =ই ) । নিশম্য কৃষ্ণবচনং ইত্যাদি—শ্ৰীকৃষ্ণের কথা শুনিয়া রাধা বৃদ্ধার নিকটে গেলেন এবং নিজের পরিত্রাণের নিমিত্ত এই কথা বলিলেন ।