৬৩৮ শ্ৰীকৃষ্ণকীর্তন { বংশীখণ্ড 는 চুরিণী—চোররমণী ; ভুল ঘরিণী' ( প্রা পৈ" )। হয়িলাহে —মাধব কন্দলিকৃত অযোধ্যাকাণ্ডে,— কালে ফল শূন্ত দেখি হইলোহেঁ হতাশ ॥ হইলাম । ৩। সাধিলেহে –সাধন করিলে। পৃষ্ঠাঙ্ক—৩২৫ ১ । চোরায়িলি । চুরি করিলি । বেড়ায়িএ—ফিরিতেছি। পুন— কু• চ° এ পুন্ন’, ‘পুঞ্জ’ । পুণ্য। পাহ–পাও, প্রাপ্ত হও । > || ঘাটএ— vঘাট ( স” ঘট্ট ), আলোড়নে। আলোড়ন করি । ৩। উচিতে গরুআ মনে ইত্যাদি—তে আয়ান-সেবিকা, তোমার উচিত, হৰ্ষচিত্তে ও স্মিতমুখে আমায় তাহা ( বাশীটি ) দীও । গরু আ মনে— হর্ষভারাক্রান্ত চিত্তে, ভরপুর আনন্দে ; তুল" ‘হাসে হাসে খল খলি গরুম মনে ॥ ( পৃ" ২৬• ) । মুচুকে হাসী—শ্ৰীযুক্ত যোগেশ বাবুর শব্দকোবে ‘মু চ কি হা সি প্রাচীন বা-তে নাই’, এইরূপ লিখিত হইয়াছে। আমরা কিন্তু প্রাচীন সাহিত্যে উল্লিখিত শব্দের ভূরি প্রয়োগ লক্ষ্য করিয়াছি। নিম্নে অল্প কএকটি উদাহরণ প্রদত্ত হইল। ডাকচরিত্রে,— আড় চক্ষে চাহে মুচকি হাসে ॥ ( পুথি, ১০৯০ ) গোবিন্দদাসের স্মরণমঙ্গল গীতে,— মানিনী মান 직제 মুচুকাআঁনি মুনি মানস মুরুছান। ( পুথি ) কীৰ্ত্তনানন্দে,— অঞ্চল নয়নে হেরি মুঝে সুন্দরী মুচকায়ৈ ফিরে গেল । কবিরঞ্জনের ভণিতাযুক্ত পদে,— আধ মুচকি হাসি হেরব নয়নে, । ঈষৎ হাস্ত, চাপা হাসি ।
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৭২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।