পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৭২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৃ” ৩২৮ ] ভাষা-টীকা \ఆNరిస్టి ৪ । খোজসি-খুজিতেছ, অন্বেষণ করিতেছ। কাটে —কাটি, ছেদন করি। নাক-দেশী প্রা” ‘ণকুক’। নাসিক। । ৫ । বসুল-যুক্তার্থে ‘ল প্রস্তায় । সেতুবন্ধ, ৪sশ শ্লোকে পত্তলবিড়বা’ ( পত্রযুক্ত বিটপ। যেষাং তে ) ; গো ব’, ৫৪৫ শোকে উম্‌হাল-তরু-চ্ছায়া’। পৃষ্ঠ (ক্ষ-~৩২৬ নিরাশসবনেনাহং ইত্যাদি-আমি রাধ হইতে যজ্ঞে প্রত্যাখ্যাত হইয়া বিকলীকৃত হইয়াছি ; সম্প্রতি বুদ্ধে, :ম বংশীলাভের উপায় বল । به جات بسtrله তণ্ডী—২৪ পরগণায় "ভণ্ডাক্ট’ কথা কাটাকাটি, বিতর্ক। প্রমুক্তকাকুবচনং ইত্যাদি-সৰ্ব্বসমক্ষে শ্ৰীকৃষ্ণকে কাতর-বাক্য বলিতে দেখিয়া রুদ্ধ রাধিকাকে এই কথা বলিল । જૂકેઃ–૭ર. ১ । পিন্ধে—পরিধান করে। বেল—প্রা” পৈ" এ দুবল'। দুৰ্ব্বল । ৩। অবগাহী—অব-vগাত, মজ্জনে। বিদ্যাপতিতে,— অপনেহু মনে গুনি বুঝ অবগাহি । ৯ এত দিন আছলাহু আন ভানে স্তমে আবে বুঝল অবগাহি । মাধব কনালিকৃত মুন্দরাকাণ্ডে,-- রাজীয়ে বুলিল যত শাস্ত্র তাবগাহি । উত্তমরূপে আলোচনা করিয়া, বিশেষভাবে বিবেচনা করিয়া । wgF রদ্ধাবচনমাকৰ্ণ্য ইত্যাদি—বৃদ্ধার বাক্য শুনিয়া অনঙ্গ-শরে কাতর রাধা অনুরাগ ও চাতুরীর সহিত কৃষ্ণকে কহিলেন ।