পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৭৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাধাবিরহ سمیت- چ - ستم سے পষ্ঠীক্ষ-৩৩২ ইত্থং রুষঃগতপ্রাণ ইত্যাদি—এইরূপে কৃষ্ণগতপ্রাণ রাধিক কোনও রূপে গৃহকৰ্ম্ম করিয়া কিছু কাল নিজ গৃহে অতিবাহিত করিলেন । হরির দীর্ঘ বিরহে পঞ্চশরাতুর হরিণী-হারিনয়ন রাধ বুদ্ধাকে এই কথা বলিলেন । ১ । নাইল-মাধব দেবকৃত আদিকাণ্ডে,— আমার থানক আইল সবে দেবগণ । শনি কিয় নাইল বুলি করি কোপমন ॥ দূত পঠাই দিলা দেবী আমার পাশক । না আইল, আসিল না । ২ । পড়এ—উপস্থিত হয়, উদিত হয়। পাঅবে।—পাইব, প্রাপ্ত হইব । ৩ । চৈত—প্রা” “চইণ্ড’। চৈত্র । 8 : সুতিলে –শয়ন করিলাম । ৫ । লাসী-বহুমূল্য বস্ত্র-ভেদ । হি “লাষ্ঠী শৰ তুল’ । সে কাহাঞি ইত্যাদি—সে কানাই উধাও হইয়া গেল অর্থাৎ নিরুদেশ হইল। ههای - چitه ৬। ছুয়িলো-স্পর্শ করিলাম। ১• । মলয়—কেহ কেহ অনুমান করেন, শব্দটি তামিল মিলৈ হইতে উদ্ভূত। দক্ষিণ দিক্ৰন্থ পৰ্ব্বতবিশেষ ; উহার অপর নাম চন্দনাদ্রি । বসন্তের প্রারম্ভে চন্দনাদি বৃক্ষের স্বগন্ধ বহন করে বলিয়া দক্ষিণ-বায়ুকে "মলয় পবন