" నిరి& ] ভাষা-টীকা Q38 S) চতুর্থ প্রহরে কনি করিল অধর পান মোর ভেল রতি আশোয়াসে । দারুণ কোকিল নাদে ভাঙ্গিল আমার নিদে রস গাইল বড়, চণ্ডীদাসে ॥১ উদ্ধৃত পদের ভাষা অধুনা প্রচলিত ভাষার খুব নিকটবৰ্ত্তা ; সুতরাং চণ্ডীদাসের ভাষা যে ক্রমশঃ পরিবর্তিত হইয়া আসিতেছে, ইহা হইতে তাঁহাই প্রতিপন্ন হয়। » ه ها---tته আণিআর–আন’, আনয়ন কর। ২ । মলয়া বা অ—শরীর ও মনের আনন্দপ্রদ সৌরভময় বসন্ত-বায়ু । কেহ্নে করে গাএ—গ কেমন করিতেছে । আনাও—আনাই, আনয়ন করাই । ৩ । এ মোর বাহুর ইত্যাদি—কৃষ্ণ-বিরহে রাধা অতিশয় শীর্ণ হইয়াছেন, তাই বাহু হইতে বলয় পুনঃপুন খুলিয়া পড়িতেছে। বিস্কাপতিতে,— কঙ্কণ বলয় গলিত দুহু হাত । বলএ-প্রা বলঅ’ একার কর্তৃকারকের চিহ্ন। অনমনীষ-অনিমিৰ, পলকহীন। বাট চাহিঅ 1–-পশ্চিম-রাঢ়ের প্রাদেশিক । পথ চাহিয়া, অপেক্ষা করি। 参 ৪। এবে মোর ইত্যাদি—এখন আমার ভরা যৌবন। আমরিষে— প্রা” ‘অমরিস” । অমর্ষ, ক্রোধ । ঘুম ঘুসাঅ1–vঘুল (স’ স্বৰ), বর্ষণে । বিকিংিকি, স্বছ জলনে । ১ চণ্ডীদাসের পদাবলী (পরিবৎ সংস্করণ), পৃঃ ১০১ ।
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৭৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।