পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৭৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৪৬ শ্ৰীকৃষ্ণকীর্তন রাধাবিরহ ৫। পাছ—প্রা পচ্ছা, (পশ্চাৎ ); অপ“পচ্ছহু”; প্রাচ্য হি পাছ'। পশ্চাতে। লাম্বাএ—ঝুলাইয়া দেয়। ৮। নিন্দ ভোলে-ঘুমের ঘোর উপলক্ষে । ১০ । সুরঙ্গে—আনন্দ বিলাসের সহিত। ১৩। তবে স—তবে সে । ১৪। তথণহো—সেখানেও । অশঙ্কেত—সঙ্কেত । ‘অসনান', ‘আথান প্রভৃতি শব্দ তুল । নিধুবনে—কেলিবিলাস। • sكسـجgitaة >6 | ভাগীরথীকুলে—‘ভগীরথক্কুলে’ অর্থাৎ ভগীরথ নাম ( কোন ) গোপগৃঙ্গে, এইরূপ অর্থ হইতে পারে । উপরে যমুনার কুলে (পৃ. ৩৩৯ ) বলা হইয়াছে । ১৬। সাগরের ঘরে—পূৰ্ব্বে একবাব পাওয়া গিয়াছে (পৃ. ৬ )। এখানে আবার সা গ র গো আল বলা হইতেছে । ইনি কে ? পুছিহ— জিজ্ঞাসা করিও । ১। মোএঃ ত—“ত অবধারণে। চাহ ত—“ত’ অনুরোধ-বাক্যের মৃত্নতা সম্পাদনে । د 8نـچt%ه • । তোকে পাইবে হরী—তোমায় শ্ৰীকৃষ্ণ মিলিবে ১। চুকে-সমাপ্তিবাচক ক্রিয়া । সাদ—প্রা” ‘সন্ধা’ ( শ্রদ্ধা ) । সাধ, অভিলাষ । ২। বউল-প্রা বউল’। বকুল। ধার-প্রান্ত, কালর। পিন্ধিঅ - পরিধান করিয়া ।