পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৭৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V6 e শ্ৰীকৃষ্ণকীর্তন { রাধাবিরহ ১। রাতিহো—রাত্রেও। দুখ- দুঃখদায়ক। চখুত—চক্ষে । శ్రీl?-రి8 পেটে—“পোট্টং উঅরে’ ( পেট্টিং উদরম্)—দে না” মা”। হি, গু” প্রভৃতিতে “পেট । একার সপ্তমীর চিহ্ন । উদরে। পৈস্থ-প্রবেশ করি । উথাঅ। পাথাআ 1—উদ্বোধিত ও প্রবোধিত করিয়া । তুল”—“তুতিয়ে পাতিয়ে’ । ২ । রসত—নিমিত্তার্থ "লাগিঅণ’ শব্দের যোগে ষষ্ঠী । রতি-সম্ভোগের । ৩। দুখ মতী—‘গুণমতি’, লমতি প্রভৃতি শব্দ তুল” । দহদহ—ধকৃধকে, দীপ্তিশালী । ঘসির—‘ঘমি’ শব্দ করীষবাচক । ঘুটের । জালে—প্ৰজ্বলিত করে । ফুকে--প্ৰr কুক্কার ; একার তৃতীয়ার চিহ্ন। বিস্কাপতিতে,— ফনি মনি দীপ ভরমে দেই ফুক । ফুৎকার দ্বারা । শাল—শল্য । ৪ । কি মোর যৌবন ইত্যাদি—আমার (রূপ )-যৌবনে ফল কি ? ধন লইয়া কি করিব ? ঘর-বাড়ী কিসের জন্ত ? অন্ন-জলে ( আর ) রুচি নাই । আমার জীবন-আশা কেন বড়াই ? ভীএ—চণ্ডীদাসের পদে,— হেন বেলে মোর নিদ দুরে গেল হিয়ায়ে হইল দুখ । y সেই সত্য মোর কিছু নাহি ভায়ে অঙ্গেতে নাহিক সুখ ॥ বিদ্যাপতিতে,— নিশবদে সুতল নিন্দ নহি ভায় । ভক্তিরত্নাকরে,— নানা রত্নভূষা পরিধেয় স্থল্ম বাস । অপূৰ্ব্ব শয়ন-শষ্যা ভোজনবিলাস।