পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৭৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৃ” ৩৫২ } ভাষা-টীক: V(t ) এ সব ছাড়িল কিছু নাছি ভায় চিতে । কৃষ্ণ বলরাম বিনা কিছুই না ভায় । চওঁীকাব্যে,— যে যার মনে ভায় সে নারী ভজে তীয় মুকুন্দ এই রস গান ৷ ভাল লাগে, রুচে। ឡូម៉ឌ-១៤» > আন্ধারী -প্রা” ‘অংধার’ । বিদ্যাপতিতে,--- জামিনি অtধ অধায় । দামিনী আঞ তুলাএল হে এক রাতি অধারী। অন্ধকার। ঝরে —অশ্রু বর্ষণ করি। নারিব—পশ্চিম-রাঢ়ের প্রাদেশিক । পারিব না। ৩। বিশেষ—বৈচিত্র্য । د eن سgétRه ১ । সেজা-প্রাণ ‘সেজ্জা’। ‘সেজ’ বা ‘শেজ প্রাচীন সাহিত্যের চিহ্নিত শৰী এবং রাঢ়ের পুশ্চিম প্রাস্তে অদ্যাপি প্রচলিত। শয্যা । ২। গহীন-দুস্তর ! ৩। এহিত—'ত নিশ্চয়ার্থে। পুড়িঅ —দগ্ধ করিয়া। পৃষ্ঠাঙ্ক—৩৫২ রাধামাধবমন্বিষ্য ইত্যাদি-বনে বনে রাধা-মাধবের অন্বেষণে পরুি প্রান্ত মদনজরে কাতর রাধা বুদ্ধাকে বললেন।