পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৭৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৃ” ৩৭৫ ] ভাষা-টীকা అ(tహి ৩। এক মান—সমান, সমতুল্য। বাশলী ও সিরে—পুথির সৰ্ব্বত্রই যথাক্রমে ‘বাসলী’ ও ‘শিরে’ পাঠ আছে । ২। মতি ভোলে—মনোভ্রান্তি হেতু, মনের বিহ্বলতাবশতঃ । જૂઠ્ઠાત્ર –૭૧8 ২। দগধ কপালী—“পোড়া কপালা’ বঙ্গের প্রায় সৰ্ব্বত্র প্রচলিত । ৩ । তোলে7–উত্তোলন করি । চিহ্নিলে – চিনিলাম। এ রূপ যৌবন ইত্যাদি—আমার এই রূপ যৌবন সযত্নে রক্ষা করিয়া কানাইকে অপণ করিব । ৪ । কোকিল কৈল ইত্যাদি—কোকিল ধুআ ধরিল । পালি গানে— দোহারের গের পদাংশ অর্থাৎ খুআ । কবিকঙ্কণের চণ্ডীকাব্যে,— দুই পাল্যের কন্ধে দিয়া দুই পাও । ( বঙ্গবাসী সংস্করণ ) অস’ পালা’ শব্দ তুল । শরণ ভৈলো—শরণাপন্ন হইলাম । ১। পাছু-পরিণাম । જૂછેtફ–૭૧e ৩। বন্ধুজন করাঅ 1 ইত্যাদি-প্রিয়তমকে বিমুগ্ধ বা বিভ্রান্ত করাইয়া কেমন করিয়া কৌশলে পরিতুষ্ট কারবে ? ছন্দে বন্দে-কলে কৌশলে । জরতীবচনং ইত্যাদি-বুদ্ধার বাক্য শ্রবণ করিয়া মদনাতুর রাধিক মাধব প্রাপ্তির আশায় সর্থীগণের নিকট বলিলেন ।