পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৭৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণকীৰ্ত্তন [ রাধাবিরহ هوان ৫। কি মোর জীবন ইত্যাদি—তুল” “কি মোর যৌবন ইত্যাদি (পৃ. ৩৪৯ )। ভ্ৰমিবো—প্রমণ করিব। ৬। আছেন্ত—মাধব দেবকৃত আদিকাণ্ডে,— দুই ভাৰ্য্যা সমে মুখে আছন্ত নৃপতি । আছন্ত মুমিত্রী নামে দুহিতা डांशन । আছন্ত নৃপতিগণ পাতিয়া সমাজ । আছেন। মুরুছ পাইল—বাক্যাংশ লক্ষণীয় 3 অধিকাংশ স্থলেই 'মুরুছ গেলী’ (পৃ ২৮১, ৩০৯, ৩৫৪ ) । পৃষ্ঠাঙ্ক-৩৭৭ X > || নিষ্ঠুখ- দুঃখলেশহীন, আনন্দময় ১ । তনের উপর হারে ইত্যাদি—পদটি জয়দেবকৃত ‘স্তনবিনিহিতমপি হারমুদারং' ( গীত", ৪র্থ সৰ্গ ) গীতের সুস্পষ্ট প্রতিধ্বনি। মানএ— মানে, বোধ করে ।

शृंछेiझ--७१४ - সরস চন্দন পঙ্কে ইত্যাদি—রাধা (তোমার বিরহে ) গাত্রস্থিত সরস চন্দন-প্রলেপকে বিষসম বোধ করিয়া সভয়ে দেখিতেছেন । বিষম-জয়দেবে বিষমিব । বিষসম । তোর বিরহ দহনে ইত্যাদি—তোমার বিরহে সন্তপ্ত রাধা (কেবল) তোমার মিলন আশায় বাচিয়া আছেন । তুল”—‘জীবতি পরমিহ তব রতিকলয়া’ ( গীত", ৪র্থ সৰ্গ ) । দগধিলী—বিদগ্ধা, সন্তপ্ত । ৩। তরাসিত মনে—ভাত চিত্তে। তিরস্ত’ ভাবে, এইরূপ অর্থও হইতে পারে।