পৃ” ৩৭৯ ] ভাষা-টীকা ૭૭૦ शृछैॉक-७१० ১। নিন্দএ চান্দ চন্দন ইত্যাদি—জয়দেবের ‘নিন্দতি চন্দনমিন্দুকিরণমমুবিন্দতি খেদমধারম্ ( গীত", ৪র্থ সর্গ) পদের অনুকরণ। সৰ্ব্বতেভাবে আদর্শের সৌন্দর্য্য রক্ষা করিয়া রীতিসিদ্ধ ভাষায় এমন কথায় কথায় অনুকরণ চণ্ডীদাসেরই অনুরূপ। নিন্দ এ-প্রোঃ নিন্দই’ (নিন্দতি) । নিন্দ করিতেছে। করে মনসিজ শর ইত্যাদি--শ্ৰীমতী রাধিক তীক্ষাগ্র মনসিজশরজালের উপর আপনাকে পাতিত করিয়া, তোমায় পাইবার নিমিত্ত যেন কঠোর ব্রতের অনুষ্ঠান করিতেছেন। অর্থাৎ তোমায় পাইবেন, এই আশায় রাধ তোমার বিরহজনিত দারুণ মৰ্ম্মব্যথা সহ্য করিতেছেন । দগধিনা—বিদগ্ধ, সন্তপ্ত। ভৈলা তোহ্মার শরণে—তোমার শরণপ্রাথিনী হইলেন । ২। সংনাহা—সন্নাহ, বৰ্ম্ম। আহোনিশি মদন মারে ইত্যাদি— মদন তাহার বক্ষোদেশ লক্ষ্য করিয়া অনবরত শর প্রহার করিতেছে । তুমি সৰ্ব্বক্ষণ র্তাহার (ই) অস্তরে অবস্থান করিতেছ ; তাই তোমায় রক্ষা করিবার অভিপ্রায়ে যেন রাধী হৃদয়োপরি পদ্মপত্রের বর্শ্ব পরিকল্পনা করিতেছেন । ৩। নয়ন শলিল পড়ে ইত্যাদি--তাহার মুখমণ্ডলে অবিরল নয়ন-জল পতিত হইতেছে, যেন রাহু ( দস্তাঘাতে ) চন্দ্রের অমৃতধারা নিঃসারণ করিল। গালিল—ধারাকারে বাহিরে আনিল, নিঃস্বত করিল। ‘ফেন গালা’, ‘ফোড় গালা’, ‘ছে মেরেই সাপে বিষ গেলে দেয়’ ইত্যাদি তুল’ । ৪। তু্যেন্ধাক সংমুখ দেখি ইত্যাদি—অধুনা তুমি একান্ত দুষ্প্রাপ্য হইয়া উঠিয়ছ, তাই সখী ধ্যানে তোমায় সম্মুখে দেখিয়া কখন হাসিতেছেন, কখন ক্লষ্ট হইতেছেন, কথন রোদন করিতেছেন, কখন বা ভয়ে কঁাপিতেছেন। ঘর বন ভৈল ইত্যাদি—তোমার বিরহে এক্ষণে রাধার পক্ষে গৃহ অরণ্যভূণ্য, প্রিয়-সখীগণ বন্ধনস্বরূপ হইয়াছে। ঘন ঘন দীর্ঘনিশ্বাস পতিত হওয়ায় বিরহানল দারুণ আকারে বদ্ধিত হইতেছে । কাম্পে-কঁপে, কম্পিত হয় । ৫ । বনের হরিণী হত্যাদি--রাধ ( দাবানল-বেষ্টিত ও জলবদ্ধ) বন্ত হরিণীর স্তায় সজয়ে দশ দিক নিরীক্ষণ করিতেছেন । তরাসিনী—ভাতচিন্তু ৰী ক্রস্তভাবে ।
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৭৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।