পৃ” ৩৮১ ] ভাষা-টীকা ৬৬৩ ৩। পহ্লাইল—পরাইল, পরিধান করাইল। মিলি হেম করগণে ইত্যাদি—সুবর্ণনিৰ্ম্মিত কণ্ঠভূষণসমূহ অতি যত্ন সহকারে যথাস্থানে সন্নিবেশিত করিয়া দিল, তাহাতে বোধ হইল ষেন, অন্যতম রত্ন শঙ্খকে রত্বে জড়িত করিল। ৪। কুকুহলে—কৌতুহল সহকারে, সাগ্রহে। চুড়ী-চুড়ে বলয়বলী’-দে• না” মা”। বিদ্যাপতিতে,— চুরি কনক কর কঞ্জে । মাণিকের ধৰ্ম্মমঙ্গলে,— কারিকুরী করে পরে কাঞ্চনের চুড়ী। রামেশ্বরের শিবায়নে,— সুবলিত ভুজে সাজে স্ববর্ণের চুড়ি । করাভরণভেদ | ৫ । মল্ল তোর-মিল্লতোড়ল' শব্দেরই রূপভেদ । চণ্ডীদাসের পদে,— চরণ কমলে মল্লতোড়ল সুন্দর যাবক রেখা। কৃত্তিবাসী অষোধ্যাকাণ্ডে,— জানকী পরেন তাড় তোড়ল নুপুর। পদাভরণ-ভেদ, বর্তমানে ‘তোড়া’ নামে পরিচিত। পাসলী—কৃত্তিবাসী আদিকাণ্ডে,— . স্বচিত্র বিচিত্র পরে পায়েতে পাগুলি। রামেশ্বরের শিবায়নে,— পায়ে দিল পাতামল পামুলীর পাতি। . ঘনরামের ধৰ্ম্মমঙ্গলে,— কটিতে কিঙ্কিণী পরে পদাগ্রে পাতুলি। পদাঙ্গুলি-ভূষণ । ৬ । গন্ধ রাংগে-মুবাসিত মুখরঞ্জনে ।
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৭৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।